এদিন উত্তরপ্রদেশের লখনউয়ে আদিত্যনাথ যোগীর শিল্প সম্মেলনে যোগ দেওয়ার পরেই মুম্বইয়ের উদ্দেশে রওনা দেন মোদি। বেলা ৩টে ৪০ মিনিট নাগাদ পৌঁছন মুম্বইয়ে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, অর্থাৎ, CSMT -তে।
আরও পড়ুন: বড়ো খবর! উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েতে ভারতীয় রেলের রেল ভূমি ক্রসিং সেবা চালু
বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বীনি বৈষ্ণৌ।
advertisement
বন্দো ভারত ফ্ল্যাগ অফ করে প্রধানমন্ত্রী জানান, এই বন্দে ভারতের মাধ্যমেই নব্য এবং দ্রুতগামী ভারতের প্রতিচ্ছবি প্রতিফলিত হয়। বলেন, "এই ধরনের আধুনিক ট্রেনই এখন ভারতকে পরিচালনা করছে। মেট্রোরেলের আরও শাখা-প্রশাখা তৈরি হচ্ছে। তৈরি হচ্ছে, নতুন বন্দর এবং নতুন বিমানবন্দর।" প্রধানমন্ত্রীর আশা, এই নতুন ট্রেনের ফলে মুম্বইয়ের কলেজ ছাত্র থেকে চাষি, পর্যটক সকলেই উপকৃত হবেন।
আরও পড়ুন: নজির গড়ল ISRO! সবথেকে ছোট রকেট উড়ল ৩টি উপগ্রহ নিয়ে
নতুন দুই বন্দে ভারত ট্রেনের মধ্যে প্রথমটি মুম্বই-সাইনগর শিরদি এবং দ্বিতীয়টি মুম্বই-সোলাপুরের মধ্যে যাতায়াত করবে। রেল সূত্রের খবর, তীর্থস্থান থেকে শুরু করে শিল্প হাব, শিক্ষা হাব সবকিছুই এক সুতোয় গাঁথবে এই দুই ট্রেন। যাতায়াতের ক্ষেত্রে সময় লাগবে ৫ থেকে সাড়ে ৬ ঘণ্টা।এদিন, উদ্বোধনের আগে গত বৃহস্পতিবার রাতেই ছত্রপতি টার্মিনাসে পৌঁছে গিয়েছিল দুটি ট্রেন। শুক্রবার বিকেল ৪ টে নাগাদ সেগুলি ফ্ল্যাগ অফ করেন মোদি।
গত বছরের ৩০ ডিসেম্বরই পশ্চিমবঙ্গেও চালু হয়েছিল এ রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। কিন্তু তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেনের মৃত্যু হওয়ায় সশরীরে এসে সেই ট্রেনের উদ্বোধন করতে পারেননি মোদি। তবে মায়ের শেষকৃত্য করেই ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে।