TRENDING:

Vadodara: মদ নয়, গাঁজার নেশায় চুর হয়ে মহিলাকে গাড়ির চাকায় পিষে দিল যুবক! ভদোদরা কাণ্ডে দাবি পুলিশের

Last Updated:

এই প্রসঙ্গে ওই শহরের ডেপুটি পুলিশ কমিশনার বলেন, "আমরা মোট তিনটি রক্তের নমুনা পাঠিয়েছিলাম। গান্ধিনগরের ফরেনসিক ল্যাবরেটরি থেকে রিপোর্টে দেখা গিয়েছে তাঁরা গাঁজা সেবন করার পরেই গাড়ি চালাচ্ছিল। আমরা ইতিমধ্যেই রক্ষিত এবং তার সঙ্গীকে গ্রেফতার করেছি। তৃতীয় ব্যক্তিকে শীঘ্রই গ্রেফতার করা হবে।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভদোদরায়: ভদোদরায় গাড়ি দিয়ে এক মহিলাকে পিষে মারার ঘটনায় ধৃত যুবক মদ্যপ নয় বরং গাঁজার নেশায় ডুবে ছিল। আর সেই অবস্থাতেই এই কাণ্ড ঘটিয়েছে বলে দাবি পুলিশের।
মদ নয় গাঁজার নেশায় চুর ছিল রক্ষিত।
মদ নয় গাঁজার নেশায় চুর ছিল রক্ষিত।
advertisement

এই প্রসঙ্গে ওই শহরের ডেপুটি পুলিশ কমিশনার বলেন, “আমরা মোট তিনটি রক্তের নমুনা পাঠিয়েছিলাম। গান্ধিনগরের ফরেনসিক ল্যাবরেটরি থেকে রিপোর্টে দেখা গিয়েছে তাঁরা গাঁজা সেবন করার পরেই গাড়ি চালাচ্ছিল। আমরা ইতিমধ্যেই রক্ষিত এবং তার সঙ্গীকে গ্রেফতার করেছি। তৃতীয় ব্যক্তিকে শীঘ্রই গ্রেফতার করা হবে।”

আরও পড়ুন: ‘১৫ নয়, ২৪ টুকরো করব’! স্বামীকে হুমকি, প্রেমিকের সঙ্গে পালাল ৪ সন্তানের মা

advertisement

গত ১২ মার্চ ভদোদরার ব্যস্ত রাস্তায় বন্ধুর গাড়ি নিয়ে তীব্র গতিতে ছুটিয়ে একের পর এক স্কুটি-সহ পথচারীকে ধাক্কা মারে রক্ষিত। এই ঘটনায় মারা যান এক মহিলা, আহত হন আরও আট জন। এই কাণ্ড ঘটনা ঘটানোর পরেই তাঁকে ‘আরও এক রাউন্ড’ বলতে শোনা যায়। ঘটনার ভিডিও সামনে আসতেই তা ভাইরাল হয়ে যায়। এই ঘটনার পরেই ক্ষিপ্ত জনতার থেকে উদ্ধার করে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

advertisement

আরও পড়ুন: পরকীয়া সম্পর্কে সফটওয়্যার ইঞ্জিনিয়ার স্ত্রী? হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে দিলেন স্বামী

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

এই ঘটনার পরেই সংবাদ শিরোনামে উঠে আসে রক্ষিত চৌরাসিয়া। ইতিমধ্যেই, মাদক প্রতিরোধ আইন বা এনডিপিএস অ্যাক্ট (১৯৮৫) আইনে মামলা রুজু করেছে পুলিশ। আপাতত ভদোদরা সেন্ট্রাল জেলেই আছে রক্ষিত।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Vadodara: মদ নয়, গাঁজার নেশায় চুর হয়ে মহিলাকে গাড়ির চাকায় পিষে দিল যুবক! ভদোদরা কাণ্ডে দাবি পুলিশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল