TRENDING:

Uttar Pradesh News: ৮ মিনিটে ৫০টি জটিল অঙ্কের সমাধান! উত্তরপ্রদেশের বিস্ময় বালকের কীর্তিতে অবাক হবেন আপনিও

Last Updated:

Uttar Pradesh News: ১২টি আন্তর্জাতিক ও জাতীয় রেকর্ড রয়েছে পকেটে৷ জিতেছে প্রায় ১৫টি পুরস্কার। পাঁচ বছর বয়সেই দুটি বই লিখে ফেলেছেন গৌতক্ষ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়ডা: মাত্র পাঁচ বছর বয়স। এর মধ্যেই জাতীয় ও আন্তর্জাতিক সাফল্য অর্জন করে ফেলেছে উত্তর প্রদেশের এক শিশু৷  ছুঁয়ে ফেলেছে বিরল রেকর্ড৷ শুধু তাই নয়, মেধার দৌড়ে প্রবলভাবে সে টেক্কা দিয়েছে ক্যালকুলেটরকেও৷
বিরল রেকর্ড গড়লেন উত্তরপ্রদেশের পাঁচ বছরের শিশু
বিরল রেকর্ড গড়লেন উত্তরপ্রদেশের পাঁচ বছরের শিশু
advertisement

ব্যাপারটা কী? উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার ছেলে গৌতক্ষ৷ সম্প্রতি সে একটি বিস্ময়কর কৃতিত্ব অর্জন করেছে। মাত্র ৮ মিনিট ৪৩ সেকেন্ডে ৫০টি জটিল গণিতের প্রশ্ন সমাধান করে ফেলেছে সে৷ এই কৃতিত্বের সৌজন্যে এশিয়া ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তালিকায় তাঁর নাম ঢুকে গিয়েছে। মাত্র ৫ বছর বয়সে একটি শিশু এমন কিছু করতে পারে, তা ভাবতেই পারেননি কেউ৷

advertisement

আরও পড়ুন : প্রধান বিচারপতির হাতে নির্যাতিতার বাবা-মায়ের চিঠি! কী অনুরোধ জানিয়েছে পরিবার?

গৌতক্ষের বাবা বুদ্ধ রতন গৌতম পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার৷ তিনি হাতরাসের বারাউলি গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি পরিবার নিয়ে গ্রেটার নয়ডার সেক্টর ৩-এ থাকেন। ছেলের এই প্রতিভা দেখে অভিভাবকরা স্বাভাবিকভাবেই গর্বিত। তবে এটাই গৌতাক্ষের এটাই প্রথম কৃতিত্ব নয়। এত কম বয়সে ইতিমধ্যেই ১২টি আন্তর্জাতিক ও জাতীয় রেকর্ড তাঁর পকেটে রয়েছে৷ জিতেছে প্রায় ১৫টি পুরস্কার। এখানেই শেষ নয়৷ পাঁচ বছর বয়সেই দুটি বই লিখে ফেলেছেন গৌতক্ষ।

advertisement

আরও পড়ুন : যাত্রীবোঝাই দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ! আহত বহু, হাসপাতালে বেডের জন্য হাহাকার

গৌতক্ষের লেখা গল্প তরুণ প্রজন্মকে শিক্ষা দেয়, অনুপ্রাণিত করে৷ আসলে প্রতিভার কোনও বয়স নেই। তবে একটা বিষয় নিশ্চিত, যে শিশু এত কম বয়সেই এত বিরল রেকর্ডের মালিক, সে আগামী দিনে বিশ্বের দরবারে ভারতের মুখ উজ্জ্বল করবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দূর-দূরান্ত থেকে আসছে অভিনন্দন গৌতক্ষ এখন রীতিমতো সেলেব্রিটি৷ তাঁকে একবার দেখতে, ছুঁতে দুর দুরান্ত থেকে এসে মানুষ ভিড় করছে বাড়ির দরজায়৷ উদ্দেশ্য একটাই, ছোট্ট শিশুটিকে অভিনন্দন জানানো৷

বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh News: ৮ মিনিটে ৫০টি জটিল অঙ্কের সমাধান! উত্তরপ্রদেশের বিস্ময় বালকের কীর্তিতে অবাক হবেন আপনিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল