RG Kar Case Supreme Court Hearing: প্রধান বিচারপতির হাতে নির্যাতিতার বাবা-মায়ের চিঠি! কী অনুরোধ জানিয়েছে পরিবার?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
RG Kar Case Supreme Court Hearing: মঙ্গলবার ফের আরজি কর মামলার শুনানি সুপ্রিম কোর্টে। মঙ্গলবার ১১ টা নাগাদ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে শুরু হল শুনানি।
নয়াদিল্লি: মঙ্গলবার ফের আরজি কর মামলার শুনানি সুপ্রিম কোর্টে। মঙ্গলবার ১১ টা নাগাদ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে শুরু হল শুনানি।
প্রধান বিচারপতির হাতে তুলে দেওয়া হয়েছে নির্যাতিতার বাবা-মায়ের একটি চিঠি। নির্যাতিতার বাবার যা যা তথ্য দেওয়ার তার বেশ কিছু তথ্য সিবিআই তাঁদের স্টেটাস রিপোর্টে উত্তর দিয়েছে জানালেন সিজেআই। নির্যাতিতার বাবার অনুরোধ শুনে সলিসিটার জেনারেল জানালেন, নির্যাতিতার বাবা-মাকে তদন্তের আপডেট জানাবে সিবিআই।
advertisement
advertisement
এই চিঠি তদন্তের পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন প্রধান বিচারপতি। সিজেআইয়ের নির্দেশ, পরিবারের দেওয়া চিঠি মেনে পদক্ষেপ করবে সিবিআই। পরিবারের সঙ্গে যোগাযোগে থাকবে সিবিআই। পাশাপাশি, ঘটনার অকুস্থলে উপস্থিত থাকা ব্যক্তিদের নাম ও বিশদ তথ্য সহ জুনিয়র ডাক্তারদের দেওয়া চিঠি খতিয়ে দেখবে সিবিআই।
advertisement
আরজি করের আগের শুনানির সময়ই নির্যাতিতার ছবি এবং সহ-অন্যান্য তথ্য সোশ্যাল মিডিয়া থেকে সরানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এদিনও ফের একবার উঠে এলে নির্যাতিতার নাম-ছবির প্রসঙ্গও। উইকিপিডিয়ায় নির্যাতিতার নাম এবং ছবি রয়েছে এখনও। সিজেআই জানালেন, ‘‘আমরা অর্ডার দেব যাতে নাম সরানো হয়’’।
এ প্রসঙ্গে প্রধানবিচারপতির পর্যবেক্ষণ, নির্যাতিতার নাম , ছবি, বা নির্যাতিতার অবয়ব তৈরি করে ছবি বন্ধ করতে হবে। উইকিপিডিয়া মতন সংস্থা থেকে সরাতে হবে ছবি, নাম।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 17, 2024 11:45 AM IST