লখনউ: দিল্লি বিস্ফোরণের ভয়াবহতার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারাবাঁকির এক বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে কমপক্ষে দুই জনের মৃত্যু ও পাঁচজন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
advertisement
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের অভিঘাত এতটাই তীব্র যে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায় তার আওয়াজ। দিল্লির লালকেল্লা বিস্ফোরণের পর থেকেই সর্বত্র জারি হাইঅ্যালার্ট। তাই এই বিস্ফোরণের পরেও গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে, বিস্ফোরণের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। দমকল কর্মীরা জানিয়েছেন, বৃহস্পতিবার যখন কারখানার শ্রমিকরা ইউনিটের ভিতরে কাজ করছিলেন, তখনই হঠাৎ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। দমকলকর্মীদের অনুমান, অগ্নি নিরাপত্তার মানদণ্ডগুলি যথাযথভাবে পালন করেনি কারখানা কর্তৃপক্ষ। সেই কারণেই এত বড় বিস্ফোরণের ঘটনা।
