বৃহস্পতিবার জটা শঙ্কর নিজেই নিজের পিণ্ডদান করেন৷ নিজের শ্রাদ্ধশান্তি উপলক্ষে গ্রামবাসীদের নিমন্ত্রণ করে খাওয়ানও তিনি৷ জানা গিয়েছে, বিবাদের জেরে পরিজনদের ছেড়ে একাই থাকেন জটা শঙ্কর৷ তাঁর পরিবারের লোকজন মাঝে মাঝে আসেন তাঁর কাছে৷
কেওয়ান গ্রামের বাসিন্দারা জানিয়েছেন জটা শঙ্কর দু বছর আগেই একটি বেদি তৈরি করিয়েছিলেন৷ গ্রামবাসীদের বলতেন, ‘‘আমার মৃত্যু হলে দয়া করে এখানে আমার অন্ত্যেষ্টি সম্পন্ন কোরো৷’’
advertisement
সূত্র থেকে জানা গিয়েছে, কিছু দিন আগেই নিজের স্ত্রী মুন্নিদেবীর সঙ্গে ঝগড়া হয়েছিল জটা শঙ্করের৷ তার পরই তিনি ঠিক করেন যে জীবিত অবস্থায় নিজেই নিজের শ্রাদ্ধ সম্পন্ন করে যাবেন৷ লাগাতার ঝগড়া বিবাদের জেরে পরিবারের পরিজনদের সঙ্গে সম্পর্কের বন্ধন ক্রমশ দুর্বল হয়ে এসেছিল৷ তাঁর এই সিদ্ধান্তে হতচকিত পরিজন এবং গ্রামবাসীরা৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 17, 2023 7:20 PM IST