এই মুদ্রাবর্ষণের ঘটনা উত্তরপ্রদেশের বদায়ুঁর৷ সেখানে একটি পুরনো বাড়ি ভাঙার কাজ চলছিল৷ দেওয়ালের চাঙড় খসতেই হুড়মুড়িয়ে পড়তে থাকে রুপোর মুদ্রা৷ শেষে রৌপ্যমুদ্রা কু়ড়োনোর জন্য এমন হুড়োহুড়ি পড়ে যায় যে বন্ধ রাখতে হয় বাড়ি ভাঙার কাজ৷ স্থানীয় মিউনিসিপ্যাল কর্পোরেশনের উদ্যোগেই চলছিল বাড়ি ভাঙার পর্ব৷ বুলডোজারের চাপে বাড়ির দেওয়াল ধসে পড়তেই বৃষ্টির মতো ঝরে পড়তে থাকে রুপোর মুদ্রা৷
advertisement
আরও পড়ুন : নাবালক সহপাঠীকে বিয়ে করার অভিযোগে গ্রেফতার ২০ বছর বয়সি অন্তঃসত্ত্বা কলেজছাত্রী
প্রথমে স্থানীয় বাসিন্দারা বুঝতে পারেননি কী ঘটছে৷ কিন্তু কিছু ক্ষণের মধ্যেই উপস্থিত জনতা টের পান দেওয়ালের আড়াল থেকে ঝরছে রুপোর মুদ্রা৷ সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি পড়ে যায় মুদ্রা কুড়িয়ে নেওয়ার৷ সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় বুলডোজার৷ কিছু সময়ের জন্য মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে বন্ধ রাখা হয় কাজ৷ বাড়ি ভাঙার পর্ব শুরুর আগে কেউ ঘুণাক্ষরেও টের পাননি এই পুরনো বাড়ি আদতে গুপ্তধনের ভাণ্ডার৷
আরও পড়ুন : প্রথমে অশরীরী ভেবে ভুল! কাছে গিয়ে জানা গেল নদীর সেতুর স্তম্ভের সঙ্গে শিকলে বাঁধা অসহায় যুবকের করুণ-কাহিনি
উদ্ধার হওয়া রুপোর মুদ্রা নিজেদের হেফাজতে রেখেছে স্থানীয় প্রশাসন৷ প্রতিটি মুদ্রার ওজন ১০ গ্রাম৷ বিক্রি করলে বাজারদর প্রায় ১ হাজার টাকা৷ এখনও পর্যন্ত বাড়িটি থেকে মোট ১৬০ টি রুপোর মুদ্রা পাওয়া গিয়েছে৷ তবে পুরো বাড়ি ভাঙার কাজ এখনও হয়নি৷ সন্ধানীদের আশা, আরও সম্পদ সেখানে লুকিয়ে আছে৷