TRENDING:

শেষ ধাপে উদ্ধারকাজ, সুড়ঙ্গ থেকে শ্রমিকদের বের করে আনতে আর কতক্ষণ? জানুন সর্বশেষ আপডেট

Last Updated:

বুধবার রাতেই ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বের করে আনতে সুড়ঙ্গের ভিতরে প্রবেশ করেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একুশ জন সদস্য৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তরকাশী: সম্ভবত বৃহস্পতিবার সকালের মধ্যেই উত্তরকাশীর সিল্কইয়ারা সুড়ঙ্গে আটকে থাকা ৪১ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হবে৷ বুধবার রাতে এমনই দাবি করেছেন উদ্ধারকারী দলের অন্যতম প্রধান সদস্য এবং জোজিলা সুড়ঙ্গের প্রজেক্ট হেড হরপাল সিং৷
সুড়ঙ্গে প্রবেশ করেছে এনডিআরএফ৷ ছবি-এএনআই৷
সুড়ঙ্গে প্রবেশ করেছে এনডিআরএফ৷ ছবি-এএনআই৷
advertisement

সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে হরপাল সিং বুধবার রাতে জানিয়েছেন, শ্রমিকদের বের করে আনতে যে পাইপ ধসে পড়া পাথরের স্তূপ কেটে প্রবেশ করানো হচ্ছে, সেটি ৪৪ মিটার পথ অতিক্রম করেছে৷ বাকি আর ১২ মিটার রাস্তা৷ কিন্তু স্তূপাকৃত পাথরের মধ্যে বেশ কিছু স্টিলের টুকরো আটকে রয়েছে৷ যেগুলি পাইপের প্রবেশে বাধা সৃষ্টি করছে৷ রাতেই ওই স্টিলের অংশগুলি কেটে পাইপ ঢোকানোর কাজ শেষ হবে৷ আপাতত এই প্রক্রিয়াকেই শেষ চ্যালেঞ্জ হিসেবে ধরছেন উদ্ধারকারীরা৷

advertisement

আরও পড়ুন: ‘মা খেয়ে নিও, বাবাকেও খেতে বলো!’ উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে বার্তা পুড়শুড়ার জয়দেবের

সবমিলিয়ে সেই কাজ করতে প্রায় ঘণ্টাখানের সময় লাগবে৷ তার পর বাকি পথটুকু পাইপ প্রবেশ করাতে আরও ঘণ্টা পাঁচেক সময় লাগবে৷ হরপাল সিং-এর আশা, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে বৃহস্পতিবার সকাল আটটার মধ্যেই আটকে থাকা শ্রমিকদের সুড়ঙ্গ থেকে বের করে আনা সম্ভব হবে৷

advertisement

বুধবার রাতেই ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বের করে আনতে সুড়ঙ্গের ভিতরে প্রবেশ করেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একুশ জন সদস্য৷ স্ট্রেচার, অক্সিজেন সিলিন্ডার নিয়ে সুড়ঙ্গের ভিতরে প্রবেশ করেন তাঁরা৷ সুড়ঙ্গের বাইরে তৈরি রাখা হয় অ্যাম্বুল্যান্স৷

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

উদ্ধার করে আনার পর আটকে থাকা শ্রমিকদের চিকিৎসায় একটি হাসপাতালও তৈরি রাখা হয়েছে৷ এখন শুধু ১২ দিন সুস্থ এবং অক্ষত অবস্থায় ৪১ জন শ্রমিককে উদ্ধার করে নিয়ে আসার অপেক্ষায় গোটা দেশ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
শেষ ধাপে উদ্ধারকাজ, সুড়ঙ্গ থেকে শ্রমিকদের বের করে আনতে আর কতক্ষণ? জানুন সর্বশেষ আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল