TRENDING:

Uttarkashi tunnel collapse: পাইপে আটকে অগার মেশিন, আনা হল প্লাজমা কাটার! জটিল হচ্ছে উত্তরকাশীর উদ্ধারকাজ?

Last Updated:

এই টানাপোড়েনের মধ্যে সুড়ঙ্গের মধ্যে যেন অনন্ত অপেক্ষার প্রহর কাটছে আটকে থাকা ৪১ জন শ্রমিকের৷ গত ১২ নভেম্বর থেকে সুড়ঙ্গের ভিতরে আটকে তাঁরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তরকাশী: প্রতিদিনই শোনা যাচ্ছে উদ্ধারকাজ প্রায় শেষের মুখে৷ আর প্রত্যেকদিনই নতুন নতুন বাধার মুখে পড়ে বিলম্বিত হচ্ছে সুড়ঙ্গে আটক ৪১ জন শ্রমিকের উদ্ধারের সম্ভাবনা৷ তবে এ গতকাল ড্রিলিংয়ে ব্যবহৃত অগার মেশিনে নতুন বিপত্তির পর ঠিক কতক্ষণে শ্রমিকদের কাছে পৌঁছন সম্ভব হবে, তা বলতে পারছেন না উদ্ধারকারীরাও৷ বরং উদ্ধারকাজের প্রক্রিয়া যে ক্রমশ জটিল এবং কঠিন হচ্ছে, সূত্র মারফত সেরকম খবরও উঠে আসছে৷
সুড়ঙ্গের বাইরে তৈরি রাখা হয়েছে অ্যাম্বুল্যান্স৷ ছবি- পিটিআই
সুড়ঙ্গের বাইরে তৈরি রাখা হয়েছে অ্যাম্বুল্যান্স৷ ছবি- পিটিআই
advertisement

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, যে অগার মেশিন দিয়ে পাথর এবং ধ্বংসস্তূপ কেটে শ্রমিকদের বেরিয়ে আসার জন্য বিকল্প পথ তৈরি করা হচ্ছিল, সেই মেশিন ফের খারাপ হয়েছে৷ শুধু খারাপ হওয়াই নয়, শ্রমিকদের বের করে আনতে যে স্টিলের পাইপ বসানো হচ্ছিল, অগার মেশিনের কিছুটা অংশ তার মধ্যে আটকে রয়েছে৷

পাইপের মধ্যে থেকে এই অগার মেশিন বের করে আনার পরই ফের নতুন করে পাথর কেটে শ্রমিকদের কাছে পৌঁছনোর চেষ্টা করবেন উদ্ধারকারীরা৷ এবার আর যন্ত্র নয়, ম্যানুয়াল ড্রিল করেই শেষ ৬ থেকে ৯ মিটার এগনোর চেষ্টা করবেন উদ্ধারকারীরা৷ কিন্তু তার জন্য আগে পাইপে আটকে থাকা অগার মেশিন বের করে আনতে হবে৷ আর তা করতেই বেশ অনেকটা সময় লাগবে৷ তার পরেই নতুন করে পাথর কাটার কাজ শুরু করা যাবে৷

advertisement

আরও পড়ুন: তেজসে সওয়ার মোদি, বেঙ্গালুরুর আকাশ চিড়ে উড়ল যুদ্ধবিমান!

উদ্ধারকারীরা অবশ্য মনে করছেন, সময় লাগলেও ম্যানুয়াল ড্রিল করলে ভাল ফল পাওয়া যাবে৷ আন্তর্জাতিক সুড়়ঙ্গ বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স জানিয়ে দিয়েছেন, অগার মেশিনটি যেভাবে ভেঙে গিয়েছে সেটি আর মেরামতও করা যাবে না৷ ফলে এখন ম্যানুয়াল ড্রিলিংয়েই ভরসা রাখতে হবে৷

advertisement

এর পাশাপাশি দ্বিতীয় উপায় হিসেবে পাহাড়ের উপর থেকে ড্রিল করে শ্রমিকদের উদ্ধারের পথ তৈরি করার প্রয়োজনীয় সরঞ্জামও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে৷ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি নিজেও এ দিন উদ্ধারকাজের তদারকি করেন৷ তিনি জানিয়েছেন, হাতে পাথরের ধ্বংসস্তূপ কেটে শ্রমিকদের কাছে পৌঁছনোর জন্য হায়দ্রাবাদ থেকে একটি প্লাজমা কাটার যন্ত্র আনা হয়েছে৷ মুখ্যমন্ত্রী অবশ্য জানিয়েছেন, পাইপে আটকে থাকা অগার মেশনটি আগামিকাল সকালের মধ্যেই বের করে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এই টানাপোড়েনের মধ্যে সুড়ঙ্গের মধ্যে যেন অনন্ত অপেক্ষার প্রহর কাটছে আটকে থাকা ৪১ জন শ্রমিকের৷ গত ১২ নভেম্বর থেকে সুড়ঙ্গের ভিতরে আটকে তাঁরা৷ ১৪ দিন ধরে সুড়ঙ্গে বন্দি হয়ে থেকে শারীরিক ভাবে সুস্থ থাকলেও মানসিক ভাবে তাঁদের চাঙ্গা রাখাই এখন সবথেকে বড়ে চ্যালেঞ্জ৷ শ্রমিকদের সঙ্গে তাঁদের পরিবারের সদস্যদের কথাও বলানো হচ্ছে৷ তবে সময় লাগলেও তাড়াহুড়ো না করে নিরাপদে শ্রমিকদের বের করে আনার উপরেই জোর দিচ্ছেন উদ্ধারকারীরা৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Uttarkashi tunnel collapse: পাইপে আটকে অগার মেশিন, আনা হল প্লাজমা কাটার! জটিল হচ্ছে উত্তরকাশীর উদ্ধারকাজ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল