১২ নভেম্বর উত্তরকাশীর ব্রহ্মতাল-যমুনোত্রী জাতীয় সড়কের উপর সিল্কিয়ারা এবং ডন্ডালহগাঁওের মধ্যে নির্মীয়মাণ সুড়ঙ্গে কাজ করছিলেন শ্রমিকদের একটি দল। সাড়ে আট মিটার উঁচু এবং প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ সেই সুড়ঙ্গে কাজ করার সময় হঠাৎ ধসে পড়ে সুড়ঙ্গের একাংশ। অন্ধকার সুড়ঙ্গের ভিতরে আটকে পড়েন ৪১ জন কর্মী। আটকে থাকা শ্রমিকদের মধ্যে ছিলেন এ রাজ্যের তিন বাসিন্দাও।
advertisement
advertisement
শুরু হয় উদ্ধারপর্ব৷ কিন্তু প্রতিকূলতার জন্য সেখানেও দীর্ঘ সময় লেগে যায়৷ দেশবিদেশের প্রযুক্তি ও বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হয়৷ অবশেষে ‘র্যাট-হোল মাইনিং’ প্রক্রিয়ায় মঙ্গলবার উদ্ধার করা হল আটকে পড়া ৪১ জন শ্রমিককে৷ ১৭ দিনের দুঃসহ অপেক্ষার পর অন্ধকার থেকে আলোয় ফিরলেন তাঁরা৷ স্বস্তির আবহ ফিরল তাঁদের পরিবারেও৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 28, 2023 10:56 PM IST