TRENDING:

Uttarkashi Flash Flood: মেঘ ভাঙা হড়পা বানে ভেসে গেল বাড়ি, ঘর, হোটেল!উত্তর কাশীতে ভয়ঙ্কর বিপর্যয়, মৃত ৪, নিখোঁজ বহু

Last Updated:

ইতিমধ্যেই রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ শুরু করেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফের বড়সড় বিপর্যয় নেমে এল উত্তরাখণ্ডে৷ উত্তর কাশী জেলার ধারালি গ্রামে আচমকা হড়পা বানে অন্তত ৫০টি হোটেল সহ বহু বাড়ি ঘর ভেসে গেল৷ মেঘ ফেটে গিয়েই এই ভয়াল হড়পা বানের সৃষ্টি হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে৷ এই ঘটনায় এখনও পর্যন্ত চার জনের মৃত্যুর খবর মিলেছে৷ কিন্তু নিখোঁজ অন্তত ৫০ জন৷ ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বাড়ার আশঙ্কা রয়েছে৷
উত্তর কাশীতে বিপর্যয়ের মুহূর্ত৷
উত্তর কাশীতে বিপর্যয়ের মুহূর্ত৷
advertisement

প্রকৃতির ভয়ঙ্কর সেই রোষের ছবি ধরা পড়েছে ক্যামেরায়৷ সেখানে দেখা যাচ্ছে পাহাড়ের বুক চিড়ে নেমে আসা সংকীর্ণ ক্ষীর গঙ্গা নদীর গা বেয়ে আচমকাই প্রবল কাদা মাখা জলরাশি নেমে আসছে৷ আর তাতেই খেলনার মতো ভেসে যাচ্ছে কংক্রিটের তৈরি বাড়ি, ঘর, হোটেল৷ ধ্বংসস্তূপের নীচে বহু গ্রামবাসী এখনও চাপা পড়ে রয়েছেন বলেও আশঙ্কা করা হচ্ছে৷

advertisement

উত্তর কাশির জেলাশাসক প্রশান্ত আর্য জানিয়েছেন, মেঘ ফেটে গিয়েই এই বিপর্যয়ের সৃষ্টি হয়েছে৷ ইতিমধ্যেই রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ শুরু করেছে৷ যদিও একটানা ভারী বৃষ্টির পাশাপাশি ক্ষীর গঙ্গা নদীর জলস্তর বিপজ্জনক ভাবে বৃদ্ধি পাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে৷

advertisement

যাঁরা তুলনামূলক ভাবে পাহাড়ের নিচু এলাকাগুলিতে ছিলেন, তাঁদের অনেকেই পাহাড়ের উপরের অংশে দ্রুত উঠে গিয়ে নিজেদের প্রাণ বাঁচান৷ স্থানীয়রা জানাচ্ছেন, এলাকার পরিস্থিতি খুবই খারাপ৷ অন্তত ৫০টি হোটেল জলের তলায় ডুবে গিয়েছে৷ ফলে প্রাণহানির সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি৷ যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Uttarkashi Flash Flood: মেঘ ভাঙা হড়পা বানে ভেসে গেল বাড়ি, ঘর, হোটেল!উত্তর কাশীতে ভয়ঙ্কর বিপর্যয়, মৃত ৪, নিখোঁজ বহু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল