এই পরিস্থিতিতেই ঘটল ভয়াবহ ধস। আচমকাই পাহাড় থেকে বড় বড় পাথর পড়তে শুরু করে। আর তার ফলে অবরুদ্ধ হয়ে পড়ে বদ্রীনাথের জাতীয় সড়ক। তবে স্বস্তির বিষয়, এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও প্রাণহানি হয়নি। বুধবার পিপলকোটি এবং জোশিমঠের কাছে ফের একটি বিশাল ভূমিধস হয়েছে। প্রকৃতির রুদ্ররূপ দেখা যাচ্ছে বদ্রীনাথে। চোখের সামনে তলিয়ে গিয়েছে গোটা রাস্তা।
advertisement
আরও পড়ুন: জেলা-জেলা থেকে আসছে মৃত্যুর খবর, উত্তরপ্রদেশে মৃত্যুমিছিল, একদিনে মৃত ৩৮! ঘটল ভয়ঙ্কর ঘটনা
পাহাড়ে ধসের পাশাপাশি যানজটের সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বদ্রীনাথ জাতীয় সড়কের জোশীমঠ টিসিপির কাছে পাহাড়ের একটি অংশ ধসে পড়ায় পুরো জাতীয় সড়কই আপাতত বন্ধ হয়ে গিয়েছে। পাহাড় থেকে খসে পড়া ধ্বংসাবশেষ রাস্তায় এসে পড়ায় রাস্তার দুপাশের যানবাহন আটকে গিয়েছে।
গত কয়েক দিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ অংশে। ভূমিধসের কারণে জাতীয় সড়ক অবরুদ্ধও হয়েছে বেশ কয়েক বার। রাজ্যের চম্পাবত এবং উধম সিংহ নগর জেলার বিস্তীর্ণ অংশ জলের তলায়। অলকানন্দা-সহ রাজ্যের বেশ কিছু নদী কোনও কোনও অংশে বিপদসীমার উপর দিয়ে বইছে। অলকানন্দা বিষ্ণু প্রয়াগে ধৌলি গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। সেখানেও তার রুদ্ররূপ ধরা পড়েছে। উত্তরাখণ্ডের পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবার চামোলি জেলায় ভূমিধসের পাথরের আঘাতে হায়দ্রাবাদের দুই পর্যটকের মৃত্যু হয়েছে।