ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা বিষয় খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি স্বাস্থ্যসচিব ডঃ আর রাজেশ কুন্দ্রাকে নির্দেশ দিয়েছেন গোটা ঘটনার বিস্তারিত তদন্ত করতে। তিনি ঘটনায় তীব্র অশন্তোষ-ও প্রকাশ করেন। মুখ্যমন্ত্রীর দফতর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, এহেন ঘটনা গর্হিত, ভবিষ্যতে যেন আর কখনও না ঘটে। স্বাস্থ্যসচিব জানান, ইতিমধ্যেই ঘটনার সঙ্গে জড়িত আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।
advertisement
ঠিক কী হয়েছিল? প্রশাসন সূত্রে খবর, পিথোরাগরের এক যুবক হালদুচদ এলাকায় আত্মহত্যা করেন। ছেলের মৃতদেহ পিথোরাগড়ের বাড়িতে নিয়ে যেতে অ্যাম্বুল্যান্স প্রয়োজন। কিন্তু আ্যাম্বুল্যান্স মালিক ১০-১২ হাজার টাকা ভাড়া দাবি করেন। দরিদ্র পরিবারের পক্ষে ওই টাকা দেওয়া সম্ভব ছিল না। শেষমেশ বাধ্য হয়ে ছেলের মৃতদেহ স্থানীয় একটি এসিউভি গাড়ির ছাদে বেঁধে পিথোরাগড়ে বাড়ি নিয়ে যান অসহায় বাবা।
এই নির্মম ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। খবর পৌঁছয় মুখ্যমন্ত্রীর দফতরে, ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।