উত্তরাখণ্ডের রুরকি জেলার গাংনাহার থানা এলাকার রামনগরে একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে, যেখানে মানব পাচার বিরোধী এবং পুলিশের যৌথ অভিযানে পুলিশ একটি স্পা সেন্টারে একটি অনৈতিক রেড লাইট এরিয়ার পর্দাফাঁস করেছে। স্পা সেন্টার থেকে আটক করা হয়েছে চার মহিলা এবং এক পুরুষ। দীর্ঘদিন ধরেই শহরের বিভিন্ন স্পা সেন্টারে অনৈতিক মধুচক্রের খবর আসছিল।
advertisement
পুলিশ যখন স্পা সেন্টারে অভিযান চালায়, তখন সেখান থেকে কনডম, ওষুধ এবং অন্যান্য সামগ্রী-সহ নানা জিনিস উদ্ধার করা হয়। অভিযানের পর পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ। জানা গিয়েছে, স্পা সেন্টারের অপারেটর উত্তরপ্রদেশের সাহারানপুরের বাসিন্দা। এই পদক্ষেপের পর থেকেই শহরের স্পা অপারেটরদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে।
স্পা সেন্টারের মালিক-সহ ৬ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। বৃহস্পতিবার মানব পাচার বিরোধী সেলের কাছে খবর আসে, গাংনাহার কোতোয়ালি এলাকার রামনগরে অবস্থিত একটি স্পা সেন্টারের আড়ালে দেহ ব্যবসা চলছে। এমন খবর পেয়ে অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং সেলের একটি দল এসে হাজির হয়। এরপর স্থানীয় পুলিশের সঙ্গে প্রায় ২০-২৫ জন পুলিশকর্মী রামনগরে অবস্থিত স্পা সেন্টারে অভিযান চালায়। পুলিশি তৎপরতায় চাঞ্চল্য ছড়ায় স্পা সেন্টারে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে চার মহিলা-সহ পাঁচজনকে আটক করা হয়। তাদের স্পা সেন্টারে আপত্তিকর অবস্থায় পাওয়া গিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে অপরাধমূলক সামগ্রী উদ্ধার করেছে।