উত্তরাখণ্ডেও কোভিড পরিস্থিতি ভয়াবহ। ১ এপ্রিল যেখানে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ছিল ২,২৩৬, সেখানে গতকাল সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৫,৩৮৩ জন।
গতবছর, ৮ জুন উত্তরাখণ্ড সরকার প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ জুন পর্যন্ত শুধুমাত্র উত্তরাখণ্ডের তীর্থযাত্রীরাই গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ ও বদ্রিনাথ দর্শনে যেতে পারবেন। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে জারি হয় একগুচ্ছ সতর্কতামূলক বিধিনিষেধও। এও জানানো হয় ১ জুলাই থেকে গোটা দেশের তীর্থযাত্রীরাই যেতে পারবেন কেদারনাথ, বদ্রিনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী দর্শনে।
advertisement
দৈনিক আক্রান্তের নিরিখে ফের একবার সর্বকালীন রেকর্ড ভাঙল ভারত। বুধবার দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ৬০ হাজার ৯৬০ জন, এখনও পর্যন্ত সংক্রমণের নিরিখে এটাই ছিল সর্বোচ্চ। সেই রেকর্ড ভেঙে চুরমার বৃহস্পতিবার। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ৩ লক্ষ ৭৯ হাজার ২৫৭ জন। দৈনিক মৃত্যুতেও নতুন রেকর্ড গড়েছে দেশ। বুধবারই মৃতের সংখ্যা ৩ হাজার পেরিয়েছিল, গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩,৬৪৫ জন।
