আরও পড়ুনঃ ‘৮০ শতাংশ ক্ষেত্রে আমি…’ খিদিরপুর অগ্নিকান্ড নিয়ে বিধানসভায় বিবৃতি পেশ দমকল মন্ত্রী সুজিত বসুর!
একটি ভিডিওতে দেখা যাচ্ছে কর্নেল দীপিকা চৌহান তাঁর স্বামীর কফিনের পাশে ভারাক্রান্ত হয়ে দাঁড়িয়ে আছেন। তিনি তাঁর স্বামীর শেষকৃত্যে হাতে কর্নেল (অবসরপ্রাপ্ত) রাজবীর সিং চৌহানের একটি ছবি নিয়ে হেঁটে যাচ্ছেন।
advertisement
রবিবার কেদারনাথ রুটে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। সকলেরই মৃত্যু হয়েছে। আর্যন কোম্পানির একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাটি ঘটে গৌরিকুণ্ড ও ত্রিজুগিনারায়ণ এলাকার মাঝামাঝি। খারাপ আবহাওয়াকেই দুর্ঘটনার সম্ভাব্য কারণ।
আরিয়ান এভিয়েশনের হেলিকপ্টারটিতে পাইলট-সহ ৭ জন ছিলেন। ভোর ৫টা ১৭ নাগাদ বিমান ওড়ে গুপ্তকাশী থেকে।উত্তরাখণ্ডের এডিজি (আইন ও শৃঙ্খলা) ডঃ ভি মুরুগেশনের দেওয়া তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটি দেরাদুন থেকে কেদারনাথ যাচ্ছিল। গৌরিকুণ্ডে পৌঁছে হঠাৎ সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।