প্রায় দু’বছর ধরে গোটা ভারত কোভিড সংক্রমণের কবলে ছিল। এ সময় লক্ষ লক্ষ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হন। উত্তরপ্রদেশের স্বাস্থ্য দফতরের প্রকাশিত পরিসংখ্যান বলছে, পিলিভিটে করোনার প্রথম ঢেউয়ে আক্রান্ত হয়েছিলেন মোট ১৪,০১০ জন। এর মধ্যে মারা যান ২১০ জন। বেশির ভাগ লোকই করোনা জয় করতে সমর্থ হয়েছিলেন।
advertisement
এরমধ্যেই সামনে এসেছে পিলিভিট জেলা হাসপাতালের ওপিডির চমকপ্রদ পরিসংখ্যান। দেখা যাচ্ছে, যে সমস্ত রোগী শ্বাসকষ্ট এবং হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন তাঁদের বেশিরভাগই কোভিড আক্রান্ত হয়েছিলেন। তারপর থেকেই তাঁরা নানা অসুস্থতার সম্মুখীন হচ্ছেন।
আরও পড়ুন: কেন লেবু-লঙ্কা ঝোলানো হয় দোকান বা গাড়ির সামনে? পিছনের আসল কারণটা জানেন কি?
ব্যায়াম ওষুধের মতোই গুরুত্বপূর্ণ
এ বিষয়ে পিলিভিট জেলা হাসপাতালের সিনিয়র চিকিৎসক ডাঃ রমাকান্ত সাগর বলেন, ‘‘জেলা হাসপাতালে এমন সব রোগীরা আসছেন যাঁরা একবার অন্তত করোনা সংক্রমণের শিকার হয়েছিলেন। এঁদের মধ্যে কেউ কেউ এখনও ফুসফুসের সমস্যায় ভুগছেন। এই ধরনের লোকদের ওষুধের সঙ্গে তাঁদের দৈনন্দিন রুটিনে ব্যায়ামও অন্তর্ভুক্ত করা উচিত। এই সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের ধূমপান, মদ্যপান, রাস্তার পাশের রাস্তার খাবার খাওয়া ইত্যাদি এড়িয়ে চলতে হবে।’’