TRENDING:

Corona | Covid 19: কখনও কি করোনা আক্রান্ত হয়েছিলেন? তাহলে ভুলেও করবেন না এই সমস্ত কাজ, হতে পারে ভয়ঙ্কর বিপদ

Last Updated:

এরমধ্যেই সামনে এসেছে পিলিভিট জেলা হাসপাতালের ওপিডির চমকপ্রদ পরিসংখ্যান। দেখা যাচ্ছে, যে সমস্ত রোগী শ্বাসকষ্ট এবং হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন তাঁদের বেশিরভাগই কোভিড আক্রান্ত হয়েছিলেন। তারপর থেকেই তাঁরা নানা অসুস্থতার সম্মুখীন হচ্ছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সৃজিত অবস্থী/পিলিভিট: করোনার সেই ভয়ঙ্কর সময় আমরা কাটিয়ে উঠেছি৷ কোভিডের করাল থাবায় পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গিয়েছেন বহু মানুষ৷ আবার অনেকেই যুদ্ধ জয় করে জীবনে ফিরে এসেছেন স্বমহিমায়৷ কিন্তু, যাঁরা সুস্থ হয়েছেন তাঁদের মধ্যেও এখন অনেকে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন৷ তাই এখন নিজেদের আরও বেশি স্বাস্থ্য সচেতন হওয়া প্রয়োজন৷ এমন পরিস্থিতিতে বেশ কিছু সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশেজ্ঞেরা৷
advertisement

প্রায় দু’বছর ধরে গোটা ভারত কোভিড সংক্রমণের কবলে ছিল। এ সময় লক্ষ লক্ষ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হন। উত্তরপ্রদেশের স্বাস্থ্য দফতরের প্রকাশিত পরিসংখ্যান বলছে, পিলিভিটে করোনার প্রথম ঢেউয়ে আক্রান্ত হয়েছিলেন মোট ১৪,০১০ জন। এর মধ্যে মারা যান ২১০ জন। বেশির ভাগ লোকই করোনা জয় করতে সমর্থ হয়েছিলেন।

আরও পড়ুন: এই ছোট্ট দুষ্টুমিষ্টি মেয়েটাকে চেনেন? এখন তো গোটা দেশই এঁকে নিয়ে তোলপাড়, দেখুন তো চিনতে পারেন কি না

advertisement

এরমধ্যেই সামনে এসেছে পিলিভিট জেলা হাসপাতালের ওপিডির চমকপ্রদ পরিসংখ্যান। দেখা যাচ্ছে, যে সমস্ত রোগী শ্বাসকষ্ট এবং হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন তাঁদের বেশিরভাগই কোভিড আক্রান্ত হয়েছিলেন। তারপর থেকেই তাঁরা নানা অসুস্থতার সম্মুখীন হচ্ছেন।

আরও পড়ুন: কেন লেবু-লঙ্কা ঝোলানো হয় দোকান বা গাড়ির সামনে? পিছনের আসল কারণটা জানেন কি?

advertisement

ব্যায়াম ওষুধের মতোই গুরুত্বপূর্ণ

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এ বিষয়ে পিলিভিট জেলা হাসপাতালের সিনিয়র চিকিৎসক ডাঃ রমাকান্ত সাগর বলেন, ‘‘জেলা হাসপাতালে এমন সব রোগীরা আসছেন যাঁরা একবার অন্তত করোনা সংক্রমণের শিকার হয়েছিলেন। এঁদের মধ্যে কেউ কেউ এখনও ফুসফুসের সমস্যায় ভুগছেন। এই ধরনের লোকদের ওষুধের সঙ্গে তাঁদের দৈনন্দিন রুটিনে ব্যায়ামও অন্তর্ভুক্ত করা উচিত। এই সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের ধূমপান, মদ্যপান, রাস্তার পাশের রাস্তার খাবার খাওয়া ইত্যাদি এড়িয়ে চলতে হবে।’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Corona | Covid 19: কখনও কি করোনা আক্রান্ত হয়েছিলেন? তাহলে ভুলেও করবেন না এই সমস্ত কাজ, হতে পারে ভয়ঙ্কর বিপদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল