TRENDING:

Crime News: কী হয়েছিল পার্টিতে? বন্ধুকে শ্বাসরোধ করে খুন, লাশ মাঠে..তিন কলেজ পড়ুয়ার কাণ্ডে স্তব্ধ দেশ

Last Updated:

বন্ধুকে খুন করে লাশ মাঠে পুঁতে দেওয়ার অভিযোগে তিন কলেজ পড়ুয়াকে গ্রেফতার করল পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়ডা: বন্ধুকে খুন করে লাশ মাঠে পুঁতে দেওয়ার অভিযোগে তিন কলেজ পড়ুয়াকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ বন্ধুকে শ্বাসরোধ করে খুন করে ওই চার পড়ুয়া। উত্তরপ্রদেশের নয়ডার ঘটনার নৃশংসতায় স্তব্ধ দেশ। জানা গিয়েছে মৃত ছাত্রের নাম যশ মিত্তল। কিন্তু কেন এই হত‍্যাকাণ্ড? তদন্তে উঠে এসেছে চাঞ্চল‍্যকর তথ‍্য।
কী হয়েছিল পার্টিতে? বন্ধুকে শ্বাসরোধ করে খুন, লাশ মাঠে...তিন কলেজ পড়ুয়ার কাণ্ডে স্তব্ধ দেশ
কী হয়েছিল পার্টিতে? বন্ধুকে শ্বাসরোধ করে খুন, লাশ মাঠে...তিন কলেজ পড়ুয়ার কাণ্ডে স্তব্ধ দেশ
advertisement

সূত্রের খবর অনুযায়ী, যশ (২০)-সহ অভিযুক্ত চার পড়ুয়া সকলেই বন্ধুবান্ধব। মৃত যশ মিত্তল গ্রেটার নয়ডার একটি বিশ্ববিদ‍্যালয়ে স্নাতক স্তরে পাঠরত ছিলেন। চার বন্ধু মিলে পার্টি করতে গিয়েই বাধে বচসা। আর তার জেরেই হত‍্যাকাণ্ড। জানা গিয়েছে, ঘটনা প্রথম সামনে আসে মৃত যশের বাবার অভিযোগের ভিত্তিতে।

আরও পড়ুন: রুটি বেশি হয়েছে, ফেলে দিচ্ছেন না তো? ২ মিনিটে বানিয়ে ফেলুন দুর্দান্ত রেসিপি! সবাই বলবে আরও চাই

advertisement

যশ মিত্তলের বাবা দীপক মিত্তলের অভিযোগ তাঁকে ছেলের মুক্তিপণ হিসেবে ৬ কোটি টাকা দিতে বলা হয় একটি অজানা নম্বর থেকে। এই মেসেজের পরই তিনি পুলিশের অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ।

যশের কল রেকর্ড এবং বিশ্ববিদ‍্যালয়ের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানতে পারে, বন্ধুদের সঙ্গে পার্টি করতে যশ গুজুরেলা নামে পার্শ্ববর্তী একটি জায়গায় গিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এখানে পার্টি করতে গিয়েই অন‍্য চার যুবক শিবম সিং, শুভম সিং, সুশান্ত ভার্মা এবং শুভম চৌধুরীর সঙ্গে বচসা বাধে যশের। পুলিশ সূত্রে খবর, তারপরেই যশকে খুন করে ওই তিন অভিযুক্ত পড়ুয়া। পরে তার লাশকে একটি মাঠে ৬ ফুট গর্ত করে চাপা দিয়ে দেয় বলেই অভিযোগ। অভিযুক্ত সকলেরই বয়স অনুর্ধ্ব ২০।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Crime News: কী হয়েছিল পার্টিতে? বন্ধুকে শ্বাসরোধ করে খুন, লাশ মাঠে..তিন কলেজ পড়ুয়ার কাণ্ডে স্তব্ধ দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল