TRENDING:

৩০০ টাকায় ফ্যাশনেবল জ্যাকেট, ২০০ টাকায় কেতাদুরস্ত সোয়েটার, সস্তায় শীতে নজর কাড়তে চাইলে আসতেই হবে এই বাজারে

Last Updated:

শীতের ফ্যাশনের প্রসঙ্গ উঠবে আর শালের কথা বাদ যাবে, তা হতে পারে না। লখনউয়ের চারবাগের এই কাশ্মীরি উলেন মার্কেটে সুন্দর নকশা করা নানা ধরনের শালও রয়েছে। রয়েছে আসল পশমিনা শালও, তার দাম অবশ্য একটু হলেও অন্য পণ্যসম্ভারের চেয়ে বেশি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঋষভ চৌরাসিয়া, লখনউ: ধীরে ধীরে জাঁকিয়ে বসছে শীত। বাড়ছে ঠান্ডা। রাতে অনেকেই নিশ্চিন্ত ঘুমের খাতিরে উষ্ণতা খুঁজতে শুরু করে দিয়েছেন লেপ-কম্বলের ভাঁজে। ভোরের দিকে পথে বেরোলে অনেকেরই গায়ে দেখা যাচ্ছে শীতপোশাক। চলছে লেপ-কম্বল রোদে দেওয়া, লন্ড্রি থেকে গরম জামাকাপড় নিয়ে আসার পালা। শীত উদযাপনে যাতে কোনও ফাঁক থেকে না যায়, তার জন্য চলছে নতুন শীতপোশাক কেনাও।
advertisement

যেহেতু শরীর গরম রাখার ব্যাপার, এই সব শীতপোশাক সাধারণত দামিই হয়, লেপ বা কম্বলের ক্ষেত্রেও একই ব্যাপার। ইনস্টাগ্রামে চোখ রাখলে সস্তায় নানা অফার নাগালে আসছে বটে, কিন্তু সে অনলাইন কেনাকাটা, সেখানে জিনিসটা হাতে নিয়ে দেখা যাচ্ছে না, ফলে গুণমান নিয়েও একটা সন্দেহ থেকেই যাচ্ছে। তাহলে কি শীতে কম খরচে ফ্যাশনেবল হয়ে ওঠা কেবল স্বপ্ন হয়েই থাকে যাবে?

advertisement

আরও পড়ুন- ৩৫,০০০ কোটি টাকার সম্পত্তির মালিক, থাকেন খুবই সাধাসিধে ভাবে, চেনেন রাধা ভেম্বুকে

লখনউবাসীর অন্তত হবে না। সেখানে এখন রমরমিয়ে চলছে কাশ্মীরি উলেন মার্কেট। পসরা সাজিয়ে বসেছেন ক্রেতারা, ভিড় উপচে পড়ছে বিক্রেতাদের। হবে না-ই বা কে! চারবাগের চিলড্রেন মিউজিয়ামে বসা এই কাশ্মীরি উলেন মার্কেট নামমাত্র দামে নিয়ে এসেছে শীত উদযাপনের সুবর্ণ সুযোগ। মাত্র ৩০০ টাকায় পাওয়া যাচ্ছে দারুণ সব জ্যাকেট, সোয়েটারের দাম ১৫০ টাকা আর ২০০ টাকা। গ্লাভস, টুপি ৫০ টাকায় পাওয়া যাচ্ছে হাল ফ্যাশনের।

advertisement

আরও পড়ুন-কোটি কোটি টাকার কোম্পানির মালিক, এখন গাড়িতে চড়ারও সামর্থ্য নেই, রেমন্ড কর্তার দুর্দশা চোখে জল আনে

শীতের ফ্যাশনের প্রসঙ্গ উঠবে আর শালের কথা বাদ যাবে, তা হতে পারে না। লখনউয়ের চারবাগের এই কাশ্মীরি উলেন মার্কেটে সুন্দর নকশা করা নানা ধরনের শালও রয়েছে। রয়েছে আসল পশমিনা শালও, তার দাম অবশ্য একটু হলেও অন্য পণ্যসম্ভারের চেয়ে বেশি।

advertisement

এক দোকানমালিক ধরমবীর গুপ্তা এই প্রসঙ্গে জানিয়েছেন যে সাধারণ নাগরিকের নাগালে ফ্যাশনদুরস্ত পণ্য পৌঁছে দেওয়াই এই কাশ্মীরি উলেন মার্কেটের লক্ষ্য। সে কারণে তাঁদের কাছে যেমন নাম করা ব্র্যান্ডের শীতপোশাক পাওয়া যায়, তেমনই থাকে সেই সবের কপি ডিজাইনও। দারুণ সাড়াও মেলে কেনাকাটায়, এক ছাদের নিচে নারী, পুরুষ, শিশুর প্রয়োজন নামমাত্র দামে মেটে বলে প্রতি বছর ক্রেতারাও অপেক্ষা করে থাকেন এই বাজার বসার।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাংলা খবর/ খবর/দেশ/
৩০০ টাকায় ফ্যাশনেবল জ্যাকেট, ২০০ টাকায় কেতাদুরস্ত সোয়েটার, সস্তায় শীতে নজর কাড়তে চাইলে আসতেই হবে এই বাজারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল