TRENDING:

Uttar Pradesh News: কুঁড়ে ঘরে ওত পেতে বসেছিল ভয়ঙ্কর প্রাণী! আর একটু হলেই ঘটে যেত পারত বিশাল অঘটন

Last Updated:

Uttar Pradesh News: উত্তরপ্রদেশে লখিমপুর খেরিতে এক কুঁড়ে ঘরের মধ্যে ওত পেতে বসেছিল বিশাল একটি কুমির ! আর একটু হলেই ঘটে যেত পারত ভয়ঙ্কর কিছু৷ বনদফতরের কর্মীরা উদ্ধার করে প্রাণীটিকে৷ সেটিকে নদীতে ছেড়ে দেওয়া হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লখিমপুর খেরি: ক্রমাগত বৃষ্টি। তার জেরে উত্তরপ্রদেশে একাধিক নদী আপাতত গ্রামের পর গ্রাম ভাসিয়ে দিয়েছে। এর উপর আবার নতুন উপদ্রব। গ্রামে মানুষের ঘুরে ঢুকে পড়ছে হিংস্র প্রাণী। লখিমপুর খেরিতে এক কুঁড়ে ঘরের মধ্যে পাওয়া গেল বিশাল এক কুমির৷ ঘটনায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয় স্থানীয়দের মধ্যে৷
কুঁড়ে ঘরে ওত পেতে বসেছিল ভয়ঙ্কর প্রাণী! আর একটু হলেই ঘটে যেত পারত বিশাল অঘটন
কুঁড়ে ঘরে ওত পেতে বসেছিল ভয়ঙ্কর প্রাণী! আর একটু হলেই ঘটে যেত পারত বিশাল অঘটন
advertisement

এই গ্রামে কুমিরের ডাঙায় উঠে আসার ঘটনা নতুন নয়৷ কিছুদিন আগেই জেলায় প্রায় বারো ফুটের একটি কুমিরকে রাস্তায় হাঁটতে দেখা গিয়েছিল৷ লখিমপুর খেরিতে এবার একটি কুঁড়ে ঘরের মধ্যে দেখা মিলল বিশাল এক কুমিরের৷ খবরটি খুব দ্রুত ছড়িয়ে পরে চারদিকে৷ গ্রামবাসীরা অস্বাভাবিক দৃশ্যটি দেখতে ভিড় জমাতে শুরু করে। স্থানীয় বাসিন্দারা কুমিরের ছবি, ভিডিয়ো তুলে সেগুলি সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেছেন৷

advertisement

আরও পড়ুন : পেশায় তিনি পুলিশ, কাজের ফাঁকে বানরদের সঙ্গেই সময় কাটাতে পছন্দ করেন এই অফিসার!

বন বিভাগের কর্মীরা খুব দ্রুত ওই স্থানে পৌঁছায়৷ তারা সফলভাবে কুমিরটিকে উদ্ধার করে৷ কুমিরের আক্রমণে কোনও গ্রামবাসীর আহত বা নিহত হওয়ার খবর আপাতত নেই৷

লখিমপুর খেরি জেলার গুলরি পূর্বা গ্রামের বাসিন্দা দামোদর৷ রোজকার মতো তিনি কাজ সেরে ঘরে ফেরেন৷ কুঁড়েঘরে ঢুঁকতেই দেখেন বিশাল এক কুমির সেখানে বিশ্রাম নিচ্ছে। অপ্রত্যাশিক আগন্তুককে দেখে ভয় পেয়ে যায় সবাই৷ দ্রুত পরিবার নিয়ে নিরাপদ দূরত্বে চলে যান তিনি৷ দামোদর জানিয়েছেন, বন্যার কারণে ঘাঘরা নদীর জল গ্রামে ঢুকে গিয়েছে৷ সেখান থেকেই সম্ভবত কুমিরটি এসেছে৷ এরপর এটি পুকুরে প্রবেশ করেছিল, তারপর সে বাড়িতে ঢুকে যায়। দামোদর আরও জানিয়েছেন, কুমিরটি এলাকায় বেশ কিছু কুকুর শিকার করেছে।

advertisement

আরও পড়ুন : বেঙ্গালুরুতে ফ্রিজের মধ্যে দেহ উদ্ধারে মূল অভিযুক্ত চিহ্নিত, হত্যাকারী সম্পর্কে বিস্ফোরক তথ্য পুলিশের

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিত
আরও দেখুন

দামোদর বলেন যে, দৈত্যাকার অতিথিকে দেখতে তার বাড়ির চারপাশে ভিড় হতে শুরু করে৷ এরপর গোলমালও শুরু হয়। বন দফতরের কর্মীদের খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে পৌঁছে কুমিরটিকে ধরে ফেলে। সেটিকে ফের নদীতে ছেড়ে দেওয়া হবে বলেই জানিয়েছেন বন বিভাগের কর্তারা।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh News: কুঁড়ে ঘরে ওত পেতে বসেছিল ভয়ঙ্কর প্রাণী! আর একটু হলেই ঘটে যেত পারত বিশাল অঘটন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল