আরও পড়ুন- কড়াই থেকে তুলে গরম খাবার ছুড়ে দিলেন রাস্তার ওপারে ! তারপর ? দেখুন ভাইরাল ভিডিও
মোরাদাবাদে একটি দুর্ঘটনায় গুরুতর জখম অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ দেহের ময়নাতদন্ত করার জন্য মর্গে পাঠিয়েও দেওয়া হয় ৷ সেখানে দেহ ফ্রিজারে রাখা হয় প্রায় সাত ঘণ্টা ধরে ৷ এরপর মর্গে পরিবারের লোকজনরা এলে এক সদস্য দেখতে পারেন, দেহটি নড়ছে ! সঙ্গে সঙ্গেই সবার সেদিকে দৃষ্টি আকর্ষণ করেন ওই আত্মীয় ৷ এরপরেই বোঝা যায়, কী সাংঘাতিক কাণ্ডটাই না ঘটে গিয়েছে ৷ ফ্রিজার থেকে বের করে ব্যক্তির চিকিৎসা শুরু হয় ৷ এ যাত্রায় বেঁচেও গিয়েছেন তিনি ৷ জ্ঞান না ফিরলেও ওই ব্যক্তি আপাতত বিপন্মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷
advertisement
আরও পড়ুন- ক্যাম্প গড়ে ছোট লালবাড়ি লড়াইয়ের ডাক, টানটান ৫ দিনের ভোট
কিন্তু কী ভাবে এত বড় একটা ভুল হয়ে গেল চিকিৎসকদের থেকে ! তা নিয়েই উঠছে প্রশ্ন ৷ একটি প্রাইভেট হাসপাতালেই দুর্ঘটনার পর নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন ৷ তবে তার থেকেও বেশি তাজ্জবের বিষয় হল, সাত ঘণ্টা ধরে ফ্রিজারে থাকার পরেও কীভাবে বেঁচে রইলেন ওই ব্যক্তি ৷ আসলে মৃত্যু না এলে হয়তো এমনটাই হয় ৷ কারণ ওই অবস্থা থেকে জীবিত ফেরা একপ্রকার অসম্ভবই বলা যেতে পারে ৷