এর চব্বিশ ঘণ্টার মধ্যেই অবশ্য বাংলার উল্টো পথে হাঁটল উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। যোগী সরকারের পক্ষ থেকে আজই জানানো হয়েছে, উত্তর প্রদেশে করমুক্ত ছবি হিসেবে ঘোষণা করা হল ‘দ্য কেরালা স্টোরি’-কে। বিতর্কিত এই ছবি নিয়ে রাজ্য সরকারগুলির মধ্যেও যে বিভাজন তৈরি হয়েছে, তা এই সিদ্ধান্তেই স্পষ্ট হয়ে গেল। প্রথম থেকেই অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপি নেতারা এই ছবির পাশে দাঁড়িয়েছেন৷
advertisement
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ, নবান্ন থেকে ঘোষণা করে দিলেন মমতা
তিন মহিলার মগজধোলাই করে কীভাবে জঙ্গি গোষ্ঠী আইএস-এ যোগদানে প্রভাবিত করা হল, সেই গল্পই তুলে ধরা হয়েছে ‘দ্য কেরালা স্টোরি’ ছবিতে। এই ছবি নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। গতকাল পশ্চিমবঙ্গ সরকার এই ছবিকে নিষিদ্ধ ঘোষণার পর সেই বিতর্ক আরও বেড়েছে।
তবে পশ্চিমবঙ্গ সরকার ‘দ্য কেরালা স্টোরি’-কে নিষিদ্ধ ঘোষণা করলেও এই সিদ্ধান্তের বিরুদ্ধে ছবির প্রযোজক বিপুল শাহ আইনি পদক্ষেপ করার ইঙ্গিত দিয়েছেন।
যদিও যে রাজ্যের পটভূমিকে কেন্দ্র করে এই ছবির গল্প, সেই কেরলে এখনও নিষিদ্ধ হয়নি দ্য কেরালা স্টোরি। তবে মুক্তির আগেই ছবিটি র সমালোচনা করে বিবৃতি দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তামিলনাড়ুতেও ছবিটি নিষিদ্ধ না হলেও সেখানকার মাল্টিপ্লেক্স সংগঠন বিক্ষোভের আশঙ্কায় ছবিটি না দেখানোর সিদ্ধান্ত নিয়েছে।
এই বিতর্কের মধ্যেই অবশ্য দেশের বাকি অংশে রমরমিয়ে ব্যবসা করছে ‘দ্য কেরালা স্টোরি’। গত ৫ মে মুক্তি পায় ছবিটি। প্রথম দু দিনেই ছবিটি প্রায় ২০ কোটি টাকার ব্যবসা করে৷ গত ৭ মে ছবিটির ব্যবসার পরিমাণ ছিল ১৬ কোটি টাকার বেশি৷ তবে কেরলে সেভাবে ব্যবসা করতে পারেনি ছবিটি৷ কারণ সেখানে ২০১৮ সহ সম্প্রতি মুক্তি পাওয়া তিনটি ছবি অনেক ভাল ব্যবসা করছে৷