The Kerala Story: পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ, নবান্ন থেকে ঘোষণা করে দিলেন মমতা

Last Updated:

Mamata Banerjee: শান্তি বজায় রাখাই মূল উদ্দেশ্য, তাই কারণেই এই রাজ্যে কেরালা স্টোরি ব্যান করে দেওয়া হল, জানালেন মমতা

ফাইল ছবি
ফাইল ছবি
কলকাতা: রাজ্যে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটি ব্যান বা নিষিদ্ধ করার কথা ঘোষণা করা হল৷ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানিয়েছেন, ‘ঘৃণা কোনওভাবে বরদাস্ত করবে না রাজ্য সরকার৷ শান্তি বজায় রাখাই মূল উদ্দেশ্য, তাই কারণেই এই রাজ্যে কেরালা স্টোরি ব্যান করে দেওয়া হল৷’  এর আগে সাংবাদিক বৈঠকে কেরালা স্টোরি সিনেমাটি নিয়ে বিস্তারিত ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী৷
advertisement
তিনি সাংবাদিক বৈঠক করে বলেন, একটি বিকৃত ইতিহাস প্রচার করা হচ্ছে৷ এটি ‘ডিসটর্টেড’ একটি ঘটনা৷ তিনি বলেন, কাশ্মীর ফাইলসের পর আরও একটি সিনেমা তৈরি করা হয়েছে, যেটিতে বিকৃত করা হয়েছে ইতিহাস৷ এর পর হয়ত বেঙ্গল ফাইলসও তৈরি করবে কেউ কেউ৷ পাশাপাশি তিনি সাংবাদিক বৈঠক থেকে সিপিএম ও বিজেপির আঁতাতের অভিযোগও তোলেন৷ বলেন, এরা একসঙ্গে কাজ করছে৷’
advertisement
মূলত, কেরলের ধর্মান্তকরণ ও জঙ্গি যোগ প্রসঙ্গ নিয়ে তৈরি হয়েছে এই ছবিটি৷ গোটা দেশেই ছবিটি মুক্তি পেয়েছে এবং বিতর্ক তৈরি করেছে৷ গোটা দেশের মতো কলকাতাতেও গত ৫ মে ছবিটি মুক্তি পায়৷ কিন্তু তার ঠিক তিনদিনের মাথায়, অর্থাৎ ৮-মে এই ছবিটি নিষিদ্ধ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী৷
advertisement
এর আগে একই সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ুও৷ গত রবিবার থেকে তামিলনাড়ুর মাল্টিপ্লেক্সে কেরালা স্টোরি দেখানো বন্ধ করে দেওয়া হয়েছে৷ শেষ কয়েকদিন ধরে চলা বিতর্কের অবসান ঘটাতেই এই সিদ্ধান্ত মনে করা হলেও তামিলনাড়ুর মাল্টিপ্লেক্স ও থিয়েটার মালিকদের সংগঠনের তরফ থেকে বলা হয়েছে, সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে এই আশঙ্কা থেকেই এই ছবিটি দেখানো হবে না৷
advertisement
চেন্নাইয়ে এই ছবি দেখানোর বিরুদ্ধে তীব্র প্রতিবাদে সামিল হয়েছিলেন বেশ কয়েকজন৷ বেশ কয়েকজন তামিল চলচ্চিত্রের বিখ্যাত মানুষেরও এই প্রতিবাদে অংশ নেন৷ সেই কারণেই আরও বেশি করে ছবিটি বন্ধ করার দাবি তৈরি হয়৷ যদিও তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে আলাদা করে এই নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
The Kerala Story: পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ, নবান্ন থেকে ঘোষণা করে দিলেন মমতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement