সীমান্তরক্ষী বাহিনীর নজরদারি পেরিয়ে কীভাবে ঢুকেছিল পাক জঙ্গিরা? কোন পথে হয়েছিল অনুপ্রবেশ? উরি হমালার ময়নাতদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।
- বিদ্যুৎবাহী কাঁটাতার পেরোতে কাঠের মই ব্যবহার করে পাক জঙ্গিরা
- অনুপ্রবেশে ৪ জঙ্গিকে সাহায্য করে ২ জন গাইড
- মইয়ের সাহায্যে কাঁটাতার পেরিয়ে 'নো ম্যানস ল্যান্ড'-এ ঢোকে জঙ্গিরা
advertisement
- এরপরই একই ভাবে দ্বিতীয় কাঁটাতারের বাধা পেরিয়ে ভারতে অনুপ্রবেশ
- অনুপ্রবেশের পর ওপারে দাঁড়ানো গাইডদের মইটি ফেরত দিয়ে দেয় জঙ্গিরা
তবে নিয়ন্ত্রণরেখা টপকে অনুপ্রবেশের এই পন্থা অবশ্য কোনও নতুন বিষয় নয় বলেই জানাচ্ছেন প্রাক্তন সেনাকর্তারা।
অন্যদিকে, জম্মু ও কাশ্মীরে প্রশাসন ও নিরাপত্তাবাহিনীর নতুন মাথাব্যথা হয়ে উঠেছে পায়রা। পাঁচই অক্টোবর জম্মুর বিক্রম চক থেকে দেড়শোটি পায়রা সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পায়রাগুলি তুলে দেওয়া হয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে। পরে সেই সংস্থার নজরে পড়ে যে, পায়রাগুলির পায়ে চৌম্বকীয় আঙটি লাগানো রয়েছে। এই পায়রাগুলিকে পাকিস্তান চরবৃত্তির কাজে ব্যবহার করছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে।