TRENDING:

Uranium in Breast Milk: মাতৃদুগ্ধেও মিলল ইউরেনিয়াম! বিহারের ছয় জেলার সমীক্ষায় ভয় ধরানো ছবি, বিপদে শিশুরা

Last Updated:

বিহারের ভোজপুর, সমস্তিপুর, বেগুসরাই, খাগারিয়া, কাটিহার এবং নালন্দা জেলায় মূলত এই সমীক্ষা চালানো হয়েছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাতৃদুগ্ধেও মিশছে বিষ! স্তন্যপান করাচ্ছেন এমন মায়েদের মাতৃদুধে মিলল বিষাক্ত ইউরেনিয়াম৷ বিহারের ছটি জেলার শিশুদের মায়ের উপরে করা সমীক্ষায় এই উদ্বেগজনক ফলাফল উঠে এসেছে৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

বিহারের ভোজপুর, সমস্তিপুর, বেগুসরাই, খাগারিয়া, কাটিহার এবং নালন্দা জেলায় মূলত এই সমীক্ষা চালানো হয়েছিল৷ সেই সমীক্ষার ফলাফলেই এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে৷

পটনার মহাবীর ক্যান্সার সংস্থান এবং দিল্লির এইমস হাসপাতাল সম্মিলিত ভাবে এই সমীক্ষা চালিয়েছিল৷ ৪০ জন মায়ের স্তন্যদুগ্ধের নমুনা সংগ্রহ করা হয়েছিল৷ যে নমুনাগুলি সংগ্রহ করা হয়েছিল, তার সবকটিতেই ইউরেনিয়াম-২৩৮ মিশে থাকার প্রমাণ মিলেছে৷ এর মধ্যে কাটিহার জেলার একজন মায়ের স্তন্যদুধের নমুনায় সর্বাধিক ইউরেনিয়ামের উপস্থিতি মিলেছে৷ কাটিহার জেলা থেকে সংগৃহীত স্তন্যদুধের নমুনাগুলির মধ্যে ইউরেনিয়াম মিশে থাকার গড় মাত্রা সবথেকে বেশি৷

advertisement

এই গবেষণার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা জানিয়েছেন, সমীক্ষার ফল অনুযায়ী মাতৃদুগ্ধ পান করা সদ্যোজাতদের মধ্যে ৭০ শতাংশই ঝুঁকির মধ্যে রয়েছে৷ যা থেকে ক্যানসারের মতো ঝুঁকি না থাকলেও অন্য শারীরিক সমস্যার বিপদ রয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
ইতিহাসের নীরব সাক্ষী বর্ধমানের এই দিঘি..! কৃষ্ণসায়রের 'অজানা' ইতিহাস শুনলে গায়ে কাঁটা দেবে
আরও দেখুন

বিহারের ভূগর্ভস্থ জলে চড়া মাত্রায় ইউরেনিয়ামের উপস্থিতি বেশি থাকার কারণকেই প্রাথমিক ভাবে এর জন্য দায়ী করেছেন বিশেষজ্ঞরা৷ কারণ এই জলই পান করার জন্য এবং চাষের কাজে প্রাথমিক ভাবে ব্যবহার করা হয়৷ অতীতেও বিভিন্ন সমীক্ষায় বিহারের ভূগর্ভস্থ জলে চড়া মাত্রায় ইউরেনিয়ামের উপস্থিতি ধরা পড়েছিল৷ এই সমীক্ষার ফলে প্রমাণিত হল, ভূগর্ভস্থ জলের সূত্র থেকেই ইউরেনিয়ামের মতো ধাতু মানুষের খাদ্য শৃঙ্খলের মধ্যে ঢুকে পড়েছে৷ যা একন শিশুদের শরীরেও প্রবেশ করেছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Uranium in Breast Milk: মাতৃদুগ্ধেও মিলল ইউরেনিয়াম! বিহারের ছয় জেলার সমীক্ষায় ভয় ধরানো ছবি, বিপদে শিশুরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল