মুম্বই থেকে মাত্র ৫০ কিমি দূরে অবস্থিত উরণের বন্দর এলাকায় পাঁচ জন জঙ্গি ঢুকে পড়েছে বলে চাঞ্চল্য ছড়ায় ৷ সেনার পোশাকে পাঁচ জন সন্দেহভাজন সশস্ত্র ব্যক্তিকে তারা শহরে ঘুরতে দেখেছে বলে জানায় পড়ুয়ারা ৷ এই রিপোর্ট পাওয়ার পরই সতর্ক প্রশাসন ৷ গোটা মহারাষ্ট্র জুড়েই জারি হয় চূড়ান্ত সতর্কতা ৷
উরন এলাকার এক স্কুলের দশম শ্রেণীর এক কিশোরী জানায়, এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ কালো পাঠান স্যুটে তিন সন্দেহভাজন ব্যক্তিকে তারা নৌবাহিনীর অস্ত্রাগারের প্রবেশদ্বারের কাছাকাছি ঘোরাঘুরি করতে দেখেছে ৷ তাদের কাঁধে ছিল ভারী ব্যাগ ৷
advertisement
একই দাবী তোলে ওই স্কুলের দ্বাদশ শ্রেণীর আরেক পড়ুয়া ৷ সেও বৃহস্পতিবার সকাল ৭টার কাছাকাছি সেনা পোশাকে দুই সন্দেহভাজন সশস্ত্র ব্যক্তিকে দেখেছে ৷ সেনারা যে ধরনের ব্যাগ ব্যবহার করে ওই ব্যক্তিদের কাছেও তেমন ব্যাগ ছিল বলে জানিয়েছে ওই দু’জন পড়ুয়া ৷ ওই ব্যক্তিরা নিজেদের মধ্যে গলা নামিয়ে অপরিচিত কোনও ভাষায় আলোচনা করছিল বলে পড়ুয়াদের কাছ থেকে জানা গিয়েছে ৷
পড়ুয়াদের সাহায্য নিয়েই সন্দেহভাজনদের স্কেচ আঁকায় মহারাষ্ট্র পুলিশ ৷
সাম্প্রতিক উরি সেনাঘাঁটিতে পাক জঙ্গি হামলার অভিজ্ঞতার পর খবর পাওয়া মাত্রই শুরু হয়েছে শহর জুড়ে তল্লাশি ৷ আরও কড়া হয়েছে নিরাপত্তা ৷ মুম্বই হামলার মতো জলপথে হামলা হতে পারে এই আশঙ্কায় বন্দর এলাকায় চলছে চিরুনি তল্লাশি ৷ হামলার আশঙ্কায় জারি হাই অ্যালার্ট ৷ আকাশপথেও চালানো হচ্ছে নজরদারি ৷
সূত্রের খবর, জঙ্গিরা দুভাগে ভাগ হয়ে গিয়েছে ৷ তারা নৌঘাঁটি ও ওএনজিসি-তে আক্রমণ করার কথা আলোচনা করছিল বলে জানিয়েছে ওই দু’জন পড়ুয়া ৷
মুম্বইয়ের খুব কাছে অবস্থিত উরণ শহরেই রয়েছে পশ্চিম ভারতের সবচেয়ে বড় নৌঘাঁটি ৷ একইসঙ্গে দেশের সবচেয়ে বড় কন্টেনার পোর্ট রয়েছে এখানে ৷ নৌবাহিনীর ঘাঁটি ছাড়াও রয়েছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার ৷ এছাড়াও সার কারখানা, শোধনাগার ও বিদ্যুৎকেন্দ্র রয়েছে উরণে ৷ কাছেই রয়েছে জওহরলাল নেহরু বন্দর ৷ সেখান থেকে ফেরি করে খুব সহজে পৌঁছানো যায় মুম্বই ৷ তাই কোনওভাবেই সুরক্ষায় কোনওভাবে ফাঁক রাখতে চায় না সেনা ৷
সমস্ত পরিস্থিতির মোকাবিলার জন্য তৈরি রাখা হয়েছে এটিএস, এনএসজি ও নৌসেনার মার্কোস বাহিনী ৷
মহারাষ্ট্রের ডিজি সতীশ মাথুর জানিয়েছেন, উরনের বাসিন্দাদের জন্য বিশেষ নম্বর চালু করল মহারাষ্ট্র পুলিশ ৷ কোনও সন্দেহজনক ব্যক্তিকে দেখলেই খবর দেওয়ার অনুরোধ করা হয়েছে ৷