TRENDING:

মহারাষ্ট্রের উরণের ২ সন্দেহভাজনের স্কেচ প্রকাশ, চলছে জোরদার তল্লাশি

Last Updated:

হারাষ্ট্রের উড়াণ বন্দর অঞ্চলে যে সন্দেহভাজন জঙ্গিদের দেখা গিয়েছিল তাদের স্কেচ প্রকাশ করল মহারাষ্ট্র পুলিশ ৷ বৃহস্পতিবার মহারাষ্ট্রের উরণ শহরের দুই স্কুল পড়ুয়ার দাবী ঘিরে ছড়ায় জঙ্গি আতঙ্ক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মহারাষ্ট্রের উড়াণ বন্দর অঞ্চলে যে সন্দেহভাজন জঙ্গিদের দেখা গিয়েছিল তাদের স্কেচ প্রকাশ করল মহারাষ্ট্র পুলিশ ৷ বৃহস্পতিবার মহারাষ্ট্রের উরণ শহরের দুই স্কুল পড়ুয়ার দাবী ঘিরে ছড়ায় জঙ্গি আতঙ্ক ৷
advertisement

মুম্বই থেকে মাত্র ৫০ কিমি দূরে অবস্থিত উরণের বন্দর এলাকায় পাঁচ জন জঙ্গি ঢুকে পড়েছে বলে চাঞ্চল্য ছড়ায় ৷ সেনার পোশাকে পাঁচ জন সন্দেহভাজন সশস্ত্র ব্যক্তিকে তারা শহরে ঘুরতে দেখেছে বলে জানায় পড়ুয়ারা ৷ এই রিপোর্ট পাওয়ার পরই সতর্ক প্রশাসন ৷ গোটা মহারাষ্ট্র জুড়েই জারি হয় চূড়ান্ত সতর্কতা ৷

উরন এলাকার এক স্কুলের দশম শ্রেণীর এক কিশোরী জানায়, এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ কালো পাঠান স্যুটে তিন সন্দেহভাজন ব্যক্তিকে তারা নৌবাহিনীর অস্ত্রাগারের প্রবেশদ্বারের কাছাকাছি ঘোরাঘুরি করতে দেখেছে ৷ তাদের কাঁধে ছিল ভারী ব্যাগ ৷

advertisement

একই দাবী তোলে ওই স্কুলের দ্বাদশ শ্রেণীর আরেক পড়ুয়া ৷ সেও বৃহস্পতিবার সকাল ৭টার কাছাকাছি সেনা পোশাকে দুই সন্দেহভাজন সশস্ত্র ব্যক্তিকে দেখেছে ৷ সেনারা যে ধরনের ব্যাগ ব্যবহার করে ওই ব্যক্তিদের কাছেও তেমন ব্যাগ ছিল বলে জানিয়েছে ওই দু’জন পড়ুয়া ৷ ওই ব্যক্তিরা নিজেদের মধ্যে গলা নামিয়ে অপরিচিত কোনও ভাষায় আলোচনা করছিল বলে পড়ুয়াদের কাছ থেকে জানা গিয়েছে ৷

advertisement

পড়ুয়াদের সাহায্য নিয়েই সন্দেহভাজনদের স্কেচ আঁকায় মহারাষ্ট্র পুলিশ ৷

সাম্প্রতিক উরি সেনাঘাঁটিতে পাক জঙ্গি হামলার অভিজ্ঞতার পর খবর পাওয়া মাত্রই শুরু হয়েছে শহর জুড়ে তল্লাশি ৷ আরও কড়া হয়েছে নিরাপত্তা ৷ মুম্বই হামলার মতো জলপথে হামলা হতে পারে এই আশঙ্কায় বন্দর এলাকায় চলছে চিরুনি তল্লাশি ৷ হামলার আশঙ্কায় জারি হাই অ্যালার্ট ৷ আকাশপথেও চালানো হচ্ছে নজরদারি ৷

advertisement

সূত্রের খবর, জঙ্গিরা দুভাগে ভাগ হয়ে গিয়েছে ৷ তারা নৌঘাঁটি ও ওএনজিসি-তে আক্রমণ করার কথা আলোচনা করছিল বলে জানিয়েছে ওই দু’জন পড়ুয়া ৷

মুম্বইয়ের খুব কাছে অবস্থিত উরণ শহরেই রয়েছে পশ্চিম ভারতের সবচেয়ে বড় নৌঘাঁটি ৷ একইসঙ্গে দেশের সবচেয়ে বড় কন্টেনার পোর্ট রয়েছে এখানে ৷ নৌবাহিনীর ঘাঁটি ছাড়াও রয়েছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার ৷ এছাড়াও সার কারখানা, শোধনাগার ও বিদ্যুৎকেন্দ্র রয়েছে উরণে ৷ কাছেই রয়েছে জওহরলাল নেহরু বন্দর ৷ সেখান থেকে ফেরি করে খুব সহজে পৌঁছানো যায় মুম্বই ৷  তাই কোনওভাবেই সুরক্ষায় কোনওভাবে ফাঁক রাখতে চায় না সেনা ৷

advertisement

সমস্ত পরিস্থিতির মোকাবিলার জন্য তৈরি রাখা হয়েছে এটিএস, এনএসজি ও নৌসেনার মার্কোস বাহিনী ৷

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

মহারাষ্ট্রের ডিজি সতীশ মাথুর জানিয়েছেন, উরনের বাসিন্দাদের জন্য বিশেষ নম্বর চালু করল মহারাষ্ট্র পুলিশ ৷ কোনও সন্দেহজনক ব্যক্তিকে দেখলেই খবর দেওয়ার অনুরোধ করা হয়েছে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
মহারাষ্ট্রের উরণের ২ সন্দেহভাজনের স্কেচ প্রকাশ, চলছে জোরদার তল্লাশি