TRENDING:

Son returns as a Monk: ২২ বছর আগে নিখোঁজ সন্তান ফিরলেন সাধু হয়ে! মায়ের দিকে এগিয়ে দিলেন ভিক্ষাপাত্র

Last Updated:

Son returns as a Monk: দু’ দশক আগে নিখোঁজ হয়ে গিয়েছিল ১১ বছরের বালক৷ এ বার সে বাড়িতে ফিরে এলেন সাধু হয়ে৷ জন্মদাত্রীর সামনে এগিয়ে দিলেন ভিক্ষাপাত্র৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হারিয়ে যাওয়া সন্তান ফিরে এল ২২ বছর পর৷ চাঞ্চল্যকর এই ঘটনা উত্তরপ্রদেশের অমেঠী জেলার৷ দু’ দশক আগে নিখোঁজ হয়ে গিয়েছিল ১১ বছরের বালক৷ এ বার সে বাড়িতে ফিরে এলেন সাধু হয়ে৷ জন্মদাত্রীর সামনে এগিয়ে দিলেন ভিক্ষাপাত্র৷ দীর্ঘ দু দশক পর মা ছেলের মুখোমুখি হওয়ার আবেগঘন দৃশ্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷ ব্রহ্মচারীর পোশাক পরে ষড়ঙ্গী বাজাতে বাজাতে ছেলে আসেন মায়ের সামনে৷ করুণ সুর বাজিয়ে ভিক্ষা প্রার্থনা করেন৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

ব্রহ্মচর্যকে আপন করে নেওয়া তরুণের গলায় ছিল রাজা ভর্তৃহরিকে নিয়ে গান৷ কথিত, এই রাজাও তাঁর রাজ্য ছেড়ে দিয়েছিলেন সাধু হওয়ার জন্য৷ নিখোঁজ সন্তানকে ২২ বছর পর আবার সাধুবেশে দেখে কেঁদে ফেলেন তাঁর মা৷ জানা গিয়েছে ২২ বছর আগে নিখোঁজ হয়ে যায় ১১ বছরের পিঙ্কু৷ পড়াশোনা না করে দিনরাত গুলি খেলার জন্য বাবা রতিপাল এবং মা ভানুমতী তাকে তিরস্কার করেছিলেন৷ তার জেরেই অমেঠীর খরৌলি গ্রামের বাড়ি ছেড়ে চলে যায় অভিমানী বালক৷

advertisement

আরও পড়ুন : আজ সন্ধ্যায় এই রঙের পোশাক পরে শনিদেবের পুজো করুন! কোনও ভুল না করে এই গাছের নীচে প্রদীপ রাখুন, তুষ্ট হবেন দেবতা

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর পর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে বহু জল৷ গত সপ্তাহে খরৌলি গ্রামে এক সাধু আসেন৷ শেষ পর্যন্ত জানা যায় এই সাধু আর কেউ নন, গ্রামেরই ছেলে পিঙ্কু৷ ২২ বছর পর ফিরেছেন নিজের শিকড়ে৷ তড়িঘড়ি খবর যায় বর্তমানে দিল্লিবাসী দম্পতি রতিপাল এবং ভানুমতীর কাছে৷ ছেলেকে দেখতে ছুটে আসেন তাঁরা৷ সন্তানের দেহে একটি পুরনো ক্ষতচিহ্ন দেখে চিনতে পারেন ভানুমতী৷ সন্ন্যাস গ্রহণ করা সন্তানকে ভিক্ষাও দেন মা৷ কিন্তু এই সাক্ষাৎ দীর্ঘস্থায়ী হয়নি৷ মায়ের কাছে ভিক্ষা নিয়ে আরও একবার গ্রাম ছেড়ে চলে যান সন্তান৷ পরিবার, পরিজন থেকে শুরু করে গ্রামবাসী-কারওর কথাতেই আটকে রাখা যায়নি তাঁকে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Son returns as a Monk: ২২ বছর আগে নিখোঁজ সন্তান ফিরলেন সাধু হয়ে! মায়ের দিকে এগিয়ে দিলেন ভিক্ষাপাত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল