কী ঘটেছে?
advertisement
উত্তরপ্রদেশের জেলায় স্কুলে স্কুলে 'পুলিশ কি পাঠশালা' নামে একটি কর্মসূচি চলছে। সেরকমই একটি কর্মসূচিতে অংশ নিতে উন্নাওয়ের একটি স্কুলে গিয়েছিলেন স্থানীয় পুলিশের এক কর্তা। সেখানে গিয়ে তিনি পড়ুয়াদের সামনে অকপটে ঘুষ নেওয়ার কথা বলে ফেলেন। তাঁর বক্তব্য ছিল, "পুলিশ যদি টাকা নেয়, তাহলে বুঝবে সেই কাজটা হবেই।' তিনি আরও বলেন, "পুলিশ বিভাগই সর্বশ্রেষ্ঠ। পুলিশ যদি টাকা নেয়, তাহলে বুঝবে সেই কাজটা হবেই। কিন্তু অন্য কোনও বিভাগে যাও, সেখানেও টাকা নেবে। কিন্তু কাজটা হবে না। শিক্ষকদেরই কথাই যদি দেখ, বছরভর সকলে টাকা পেয়েছেন। কিন্তু বাড়িতে বসেই ক্লাস করাতে হয়েছে। আর পুলিশ করোনা অতিমারীর মধ্যেও সাধারণ সময়ের তুলনায় অনেক বেশি কাজ করেছে।"
আরও পড়ুন: হাড় কাঁপানো ঠান্ডায় নাজেহাল আমজনতা, আরও শীতের পূর্বাভাস, হলুদ সতর্কতা জারি...
উল্লেখ্য, পুলিশ আধিকারিকের এই বক্তব্য শুধুমাত্র ক্লাসের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নেই আর। তাঁর 'বানী' ক্যামেরাবন্দি করে কেউ পোস্ট করে দেন সোশ্যাল মিডিয়ায়। তারপর তা কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়। পুলিশ আধিকারিকের বক্তব্য প্রসঙ্গে উন্নাও পুলিশ ট্যুইট করে জানিয়ে, 'বিঘাপুরের জেলাশাসক বিষয়টি খতিয়ে দেখছেন। তারপরেই উচ্চপদস্থ আধিকারিকদের কাছে রিপোর্ট পেশ করা হবে।'