জানা গিয়েছে, রবিবার কানপুরের চাকেরি অঞ্চলের তাদ বাগিয়াতে কয়েকজন স্থানীয় বাসিন্দা রাস্তার ধারে এক বৃদ্ধাকে পড়ে থাকতে দেখেন। তাঁকে জিগ্গেস করেই জানা যায়, ৫৮ বছর বয়সী ওই মহিলা ছেলের সঙ্গে চাকেরির মাক্কুপুরাতে থাকেন। স্বামী প্রয়াত হয়েছেন কয়েক বছর আগে। স্বামী ছিলেন সেনার লেফটেন্যান্ট কর্নেল।
পুলিশের কাছে মহিলা জানিয়েছিলেন, রবিবার ওই মহিলা ছেলের কাছে জানান, তাঁর শ্বাসকষ্ট হচ্ছে। এরপরই মাকে কোনও হাসপাতালে না নিয়ে গিয়ে বিবাহিতা বোনের বাড়িতে রাখার সিদ্ধান্ত নেন মহিলার ছেলে। কিন্তু সেই বোনকে অসুস্থ মা'কে রাখতে অস্বীকার করে। এরপরই রাস্তায় মা'কে ছেড়ে পালিয়ে যায় ছেলে।
advertisement
ছেলের সন্দেহ হয়েছিল, তাঁর মা করোনা আক্রান্ত। ঘটনার কথা চাউড় হতেই পুলিশ ওই মহিলাকে একটি হাসপাতালে ভর্তি করে। সেখানেই মহিলার কোভিড-রিপোর্ট পজিটিভ আসে। আর হাসপাতালেই মৃত্যু হয় মহিলার। বৃদ্ধার ছেলের বিরুদ্ধে বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিশ।
এবারই অবশ্য প্রথম নয়, করোনার প্রথম আঘাতের সময়ও এমন নানান ঘটনা সামনে এসেছে। করোনা সংক্রমণ ধরা পড়ায় নিজের ৯০ বছর বয়সি মাকে জঙ্গলে ফেলে রেখে এসেছিলেন এক ব্যক্তি৷ হারাষ্ট্রের ঔরঙ্গাবাদের কাচ্চিঘাঁটি এলাকায় ঘটেছিল সেই ঘটনা৷