TRENDING:

মজুত রয়েছে টন টন সোনা ! উত্তর প্রদেশে উদ্ধার হল দুটি সোনার খনি

Last Updated:

বিশেষজ্ঞরা মনে করছেন সেখানে অন্তত ৩৫৫০ টন সোনা মজুত রয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: উত্তরপ্রদেশের সোনভদ্র জেলা ৷ যা মাওবাদী অধ্যুষিত এলাকা হিসেবেই পরিচিত ৷ সঙ্গে আরেকটা পরিচিতি আছে এই এলাকার ৷ সেটা হল এলাকার বাসিন্দাদের চরম দারিদ্রতার ছবিটি ৷ কিন্তু সেই দুঃখের দিন অবশেষে মিটতে চলেছে এলাকার মানুষদের ৷ কারণ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (GSI)-র আধিকারিকরা খুঁজে পেয়েছেন দুটি সোনার খনি সোনভদ্র জেলার সোন পাহাড়িতে ৷ বিশেষজ্ঞরা মনে করছেন সেখানে অন্তত ৩৫৫০ টন সোনা মজুত রয়েছে ৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই সোনার সন্ধানে খনন কার্য চালানো হচ্ছিল উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার বিভিন্ন এলাকায়। সম্প্রতি সেখানকার দুটি জায়গার মাটির তলায় প্রচুর সোনার সন্ধান পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার এবিষয়ে সোনভদ্র জেলার খনি সংক্রান্ত বিভাগের আধিকারিক কে কে রাই বলেন, ‘সোনভদ্র জেলার সোনাপাহাড়ি এবং হারদি এলাকায় দুটি সোনার খনির সন্ধান পাওয়া গিয়েছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে পাওয়া রিপোর্ট অনুযায়ী, সোনাপাহাড়িতে ২ হাজার ৭০০ মিলিয়ন টন ও হারদি এলাকায় ৬৫০ মিলিয়ন সোনা রয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
মজুত রয়েছে টন টন সোনা ! উত্তর প্রদেশে উদ্ধার হল দুটি সোনার খনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল