TRENDING:

UP Exit Poll Results: বিপুল আসন কমলেও উত্তরপ্রদেশে ফের ক্ষমতায় বিজেপি! ইঙ্গিত বুথ ফেরৎ সমীক্ষায়

Last Updated:

UP Exit Poll Results: উত্তরপ্রদেশ বিধানসভায় এই বছর সাত দফায় ৪০৩টি আসনে ভোট হয়েছে। ২০১৭-তে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন ৩২৫ আসনে জিতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: জনসংখ্যার নিরিখে দেশের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে ফের বিজেপি-র জেতার আভাস। উত্তরপ্রদেশের ফলাফল আগামী দিনে জাতীয় রাজনীতির গতিপ্রকৃতির ক্ষেত্রে ‘নির্ণায়ক’ হতে পারে। হয়ও তাই। আর সেই সূত্রেই পোল অফ অল এক্সিট পোলস-এর সমীক্ষা বলছে, উত্তর প্রদেশে ফের ক্ষমতায় ফিরছে বিজেপি। আসন কমলেও যোগী আদিত্যনাথের ম্যাজিক ফিকে হচ্ছে না।
ফের ক্ষমতায় বিজেপি?
ফের ক্ষমতায় বিজেপি?
advertisement

উত্তরপ্রদেশ বিধানসভায় এই বছর সাত দফায় ৪০৩টি আসনে ভোট হয়েছে। ২০১৭-তে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন ৩২৫ আসনে জিতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়েছিল। ক্ষমতাসীন সমাজবাজী পার্টিতে মাত্র ৪৭ আসনে জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল। বিএসপি পেয়েছিল মাত্র ১৯ আসন। কংগ্রেসের খাতায় গিয়েছিল সাত আসন। অন্যদিকে, আরএলডি ১ এবং অন্যান্যদের প্রাপ্ত আসন ছিল ৪।

advertisement

বুথ ফেরৎ সমীক্ষায় যা দেখা যাচ্ছে:

Republic-P Mark: বিজেপি পাচ্ছে ২৪০ আসন, সমাজবাদী পার্টি ১৪০, বিএসপি ১৭, অন্যান্যরা ৪

India News-Jan Ki Baat--ইন্ডিয়া নিউজ-জন কি বাত-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, উত্তরপ্রদেশে বিজেপি পেতে পারে ২২২-২৬০ আসন, সমাজবাদী পার্টি পেতে পারে ১৬৫-১৩৫ আসন, বিএসপি পেতে পারে ৯-৪ আসন, কংগ্রেস পেতে পারে ১-৩ আসন, অন্যান্যরা পেতে পারে ৩-৪ আসন।

advertisement

Times Now-Veto-টাইমস নাও-ভেটোর সমীক্ষা অনুযায়ী, বিজেপি পেতে পারে ২২৫ আসন, সমাজবাী পর্টি পেতে পারে ১৫১ আসন, বিএসপি পেতে পারে ১৪ আসন, কংগ্রেসে পেতে পারে ৯ আসন আ অন্যান্যরা পেতে পারে ৪টি আসন।

ABP -C Voter--এবিপি-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, বিজেপি পেতে পারে ২২৮-২৪৪টি আসন, সমাজবাদী পার্টি পেতে পারে ১৩২-১৪৮ আসন, মায়াবতীর বিএসপি পেতে পারে ১৩-২১ আসন, কংগ্রেস পেতে পারে ৪-৮ আসন আর অন্যান্যরা ২-৩ আসন।

advertisement

News 24-Todays Chanakya--নিউজ ২৪ ও চাণক্যর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, বিজেপি পেতে পারে ২৯৪টি আসন, সমাজবাদী পার্টি পেতে পারে ১০৫ আসন, মায়াবতীর বিএসপি পেতে পারে ২ আসন, কংগ্রেস পেতে পারে ১ আসন আর অন্যান্যরা ১ আসন।

আর পোল অফ এক্সিট পোলস অনুযায়ী, বিজেপি পেতে পারে ২২৯-২৪৯ আসন, তাঁদের আসন কমতে পারে ৮২টি। এসপি পেতে পারে ১৩৬-১৫৬ আসন, তাঁদের আসন বাড়তে পারে ৯১টি। কংগ্রেস ৩-৭টি আসন পেতে পারে, বিএসপি পেতে পারে ৯-১৭টি আসন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

সর্বভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম ও সমীক্ষক সংস্থা বুথ ফেরত সমীক্ষার মাধ্যমে জনমতের সম্ভাব্য ফল তুলে ধরার চেষ্টা করেছে৷ এই প্রতিবেদনে সেই পরিসংখ্যানই তথ্য আকারে তুলে ধরা হয়েছে৷ ভোটের প্রকৃত ফলের সঙ্গে যা নাও মিলতে পারে৷

বাংলা খবর/ খবর/দেশ/
UP Exit Poll Results: বিপুল আসন কমলেও উত্তরপ্রদেশে ফের ক্ষমতায় বিজেপি! ইঙ্গিত বুথ ফেরৎ সমীক্ষায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল