TRENDING:

Yogi Adityanath: উত্তর প্রদেশে ফের গেরুয়া ঝড়... জিতে যোগীর ট্যুইট ‘এটা লোকতন্ত্রের জয়...’

Last Updated:

Yogi Adityanath's tweet after BJP win in Uttar Pradesh: বৃহস্পতিবার বিকেলে বিজেপির জয় নিশ্চিত হওয়ার পর প্রায় ১৭ মিনিটের বক্তৃতায় যোগীর মুখে মোদি নামই শোনা গিয়েছে ৷ প্রধানমন্ত্রীকে বারবার অভিনন্দন জানানোর পাশাপাশি ভাষণে তিন বার ‘জয় শ্রীরাম’ বলেন যোগী আদিত্যনাথ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লখনউ: উচ্চতা মাত্র পাঁচ ফুট চার ইঞ্চি ৷ পাঁচ বছর আগে এই মানুষটির কাঁধেই চেপেছিল দেশের সবথেকে বড় রাজ্য শাসনের ভার ৷ যে রাজ্যের সঙ্গে দেশের কৃষ্টি, সংস্কৃতি, সভ্যতার নিবিড় সম্পর্ক ৷ ২০১৭ সালে যখন যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) অপ্রত্যাশিত ভাবে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছিল, তখন অনেকেই অবাক হয়েছিলেন ৷ পাঁচ বছরের শাসনকালে প্রশাসক হিসেবে অনেক বিতর্কে জড়িয়েছেন ৷ কিন্তু ২০২২-এ উত্তর প্রদেশের (Uttar Pradesh Election Results) রায় বুঝিয়ে দিল, যোগী আদিত্যনাথ ভারতীয় রাজনীতিতে হারিয়ে যাওয়ার জন্য নয়, থাকার জন্যই এসেছেন ৷ জিতে যোগীর ট্যুইট, ‘‘এই জয় লোকতন্ত্রের জয়...৷’’
advertisement

বৃহস্পতিবার বিকেলে বিজেপির জয় নিশ্চিত হওয়ার পর প্রায় ১৭ মিনিটের বক্তৃতায় যোগীর মুখে মোদি নামই শোনা গিয়েছে ৷ প্রধানমন্ত্রীকে বারবার অভিনন্দন জানানোর পাশাপাশি ভাষণে তিন বার ‘জয় শ্রীরাম’ বলেন যোগী আদিত্যনাথ ৷ ভোটে নিজের আসনে লক্ষাধিক ভোটে জিতে লখনউয়ে বিজেপি-র দফতরে এসে যোগী আদিত্যনাথ ভাসলেন গেরুয়া, লাল, সবুজ আবিরে।

advertisement

আরও পড়ুন-সোম, মঙ্গল, বুধ থাকেন প্রথম স্ত্রীর সঙ্গে; বৃহস্পতি, শুক্র ও শনিবার থাকেন দ্বিতীয় স্ত্রীর ডেরায়, এমন স্বামীর কথা শুনেছেন কখনও?

উত্তর প্রদেশে না কি পরপর দু’বার জেতা যায় না নির্বাচনে  ৷ সেই ‘মিথ’ এবার ভেঙে দিলেন আদিত্যনাথ ৷ লখনউয়ের মসনদে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ‘বুলডোজার বাবা’ ৷ ৩৭ বছর বাদে উত্তর প্রদেশের কুর্সিতে কোনও একজন মুখ্যমন্ত্রী পরপর দু’বার দায়িত্ব নিতে চলেছেন ৷

advertisement

আরও পড়ুন-ভাগ্য বদলাল ৫০ বছর আগে কেনা মামুলি খেলনা; বর্তমান দাম শুনলে চোখ কপালে উঠবে!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যোগী আদিত্যনাথ এদিন বলেন ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের গুণেই জাতীয়তাবাদ, উন্নয়ন ও সুশাসনের মডেলকে দু’হাত ভরে আশীর্বাদ করেছেন উত্তরপ্রদেশের মানুষ। তারই ফল এমন বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয় বার সরকার গড়ার সুযোগ পাওয়া।’’

বাংলা খবর/ খবর/দেশ/
Yogi Adityanath: উত্তর প্রদেশে ফের গেরুয়া ঝড়... জিতে যোগীর ট্যুইট ‘এটা লোকতন্ত্রের জয়...’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল