TRENDING:

UP Bride: বিয়ের আসরে ১০ টাকার নোটের বান্ডিল গুনতে ব্যর্থ বর! চরম সিদ্ধান্ত নিলেন কনে

Last Updated:

UP Bride: ঘটনার জেরে তীব্র বিবাদে জড়িয়ে পড়ে দুই পরিবার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফারুকাবাদ : শেষ মুহূর্তে বিয়ে ভাঙলেন কনে৷ এই ঘটনা উত্তরপ্রদেশের ফারুকাবাদের৷ হবু স্বামীর মানসিক সমস্যার কথা টের পেতেই চরম সিদ্ধান্ত নেন তরুণী৷ তবে সকলের আগে গণ্ডগোল ধরা পড়ে পুরোহিতের চোখে৷ তাঁর মনে হয় পাত্রের আচরণে কোনও একটা সমস্যা আছে৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

তিনি সঙ্গে সঙ্গে সে কথা জানান কনের পরিবারে৷ দ্বন্দ্ব কাটাতে পাত্রকে সে সময় টাকার বান্ডিল ধরিয়ে গুনতে বলা হয়৷ কিন্তু দেখা যায়, তিনি পারছেন না৷ সঙ্গে সঙ্গে বিয়ে বাতিল করে দেন কনে, রীতা সিং৷ ঘটনার জেরে তীব্র বিবাদে জড়িয়ে পড়ে দুই পরিবার৷

ফারুকাবাদ জেলার মহম্মদাবাদ কোতওয়ালি এলাকার দুর্গাপুর গ্রামের বাসিন্দা রীতার পরিবারের অভিযোগ, পাত্রের মানসিক সমস্যার কথা তাঁরা বিয়ের আগে বিন্দুমাত্র জানতেন না৷

advertisement

আরও পড়ুন :  ভ্রমণপ্রেমীদের জন্য দারুণ অফার রেলের! বেড়িয়ে এসে টাকা দিন সুবিধেমতো সহজ কিস্তিতে

রীতার মা মোহিত জানিয়েছেন তাঁদের এক ঘনিষ্ঠ আত্মীয়ের সূত্রে এই সম্বন্ধ এসেছিল৷ তাই বিশ্বাস করে মেয়ের বিয়ে দিতে এগিয়েছিলেন তাঁরা৷ কিন্তু পুরোহিতের সন্দেহ হওয়ায় ১০ টাকার মোট ৩০ টি নোট বরকে গুনতে দেওয়া হয়৷ তিনি না পারায় ২১ বছরের রীতা তাঁকে বিয়ে করতে অসম্মত হন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

মেয়ের অসম্মতি থাকায় এই বিয়ে থেকে পিছিয়ে আসেন রীতার পরিবারও৷ এই নিয়ে দু’ পক্ষের মধ্যে বিবাদ চরমে পৌঁছয়৷ শেষে এমনই পরিস্থিতি দাঁড়ায় যে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে৷ তবে কোনও পরিবারই এই নিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেনি৷

বাংলা খবর/ খবর/দেশ/
UP Bride: বিয়ের আসরে ১০ টাকার নোটের বান্ডিল গুনতে ব্যর্থ বর! চরম সিদ্ধান্ত নিলেন কনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল