আরও পড়ুন- ভোটে জিতলে উত্তরপ্রদেশ ছেড়ে বাইরে যাওয়া মানুষদের ডেকে চাকরি দেবে বিএসপি: মায়াবতী
রাজ্যে বিজেপি ফের ক্ষমতায় এলে (Uttar Pradesh Assembly elections 2022) গরু এবং অন্যান্য গবাদি পশুর নিরাপত্তা বাড়ানোর প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। যে কৃষকরা গরু পালন করেন তাঁরা গরু প্রতি মাসে ৯০০ টাকা করে স্টাইপেন্ড পাবেন বলেও ঘোষণা করেন যোগী। যোগীর সাফ ঘোষণা, বিজেপি সরকার কোনও অবস্থাতেই গরুর নিরাপত্তার সঙ্গে আপস করবে না। বিকাপুরের আরডি ইন্টার কলেজে নিজের বক্তৃতায় আদিত্যনাথ সমাজবাদী পার্টির (SP) প্রধান অখিলেশ যাদবকে (Samajwadi Party chief Akhilesh Yadav) কটাক্ষ করেন। যোগীর অভিযোগ, ‘বাবুয়া’ অখিলেশ এখনও অযোধ্যার মন্দিরে যাননি৷ “আমরা অযোধ্যার পাঁচটি আসনের সবক’টিতে জিতব, রাজ্যে ৩২৫ টি আসন জিতে শক্তিশালী সরকার গঠন করব,” আশাবাদী আদিত্যনাথ।
advertisement
আরও পড়ুন- চতুর্থ দফার আগে অখিলেশের সঙ্গে 'সৌজন্য' সাক্ষাৎ বিজেপি সাংসদ পুত্র মায়াঙ্কের!
পরে মিল্কিপুরের ইনায়েতনগরে (Uttar Pradesh Assembly elections 2022) এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে যোগী বলেন, সারা বিশ্ব অযোধ্যার দিকে তাকিয়ে রয়েছে এবং অযোধ্যা মানেই রাম মন্দির। “এই বিশাল মন্দির প্রস্তুত হবে। অযোধ্যাকে যদি একটি বিশাল শহর হিসাবে প্রতিষ্ঠিত করতে হয়, তবে উত্তরপ্রদেশে বিজেপির ডবল ইঞ্জিন সরকার হওয়া উচিত,” বলেন তিনি। সমাজবাদী পার্টির দিকে সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর অভিযোগ, ঈদ এবং মহরম এ রাজ্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়, কিন্তু দোল এবং দীপাবলিতে তা বন্ধ করে দেওয়া হয়।