যুবকের বাড়ি থেকে একটি স্যুইসাইড নোট উদ্ধার করছে পুলিশ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোমতিনগরে৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফেসবুকে একটি লাইভ সেশন করছিলেন রাহুল৷ এই লাইভে থাকাকালীনই রাহুল বলেন যে তিনি জীবনের কিছু চরম সিদ্ধান্ত নিতে চলেছেন৷ কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিলেন মাত্র তিরিশ বছরের যুবক? কারণটাও নিজেই স্পষ্ট করছেন ভিডিওতে৷ গোমতীর জলে ঝাঁপ দেওয়ার ঠিক আগের মুহূর্তে রাহুল বলেন, কিছু মানুষ তাকে ভীষণ বিরক্ত করছে৷
advertisement
রাহুলকে এমন অবস্থায় দেখে আতঙ্কিত হয়ে পড়েন তার পরিবারের লোকজন৷ ঘটনায় গোমতীনগর থানার পুলিশ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করছে৷ এদের মধ্যে টোনি এবং সুজিত বর্মা নামে দুই সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে৷ অন্যদিকে রাহুলের খোঁজ এখনও চালিয়ে যাচ্ছে পুলিশ৷
আরও পড়ুন: এই মহিলার কোনও জাতি, ধর্ম নেই, অথচ তিনি ভারতীয়! কেন জানেন? আপনিও চান এমন?
রাহুলের পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে রাহুল তার স্ত্রীকে নিয়ে বাইরে গিয়েছিলেন৷ পরে তাকে বাড়িতে নামিয়ে দিয়ে নিজে বেরিয়ে যান৷ বাড়িতে বলে যান তিনি দ্রুত বাড়ি ফিরে আসবেন৷
আরও পড়ুন: ১ এপ্রিল হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? নিজের রাশি মিলিয়ে জানুন বিশদে
মানসিক অবসাদ থেকে আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টার ঘটনা ধীরে ধীরে বাড়ছে৷ সোশ্যাল মিডিয়ায় জানিয়ে এইভাবে আত্মহত্যার ঘটনা এর আগেও ঘটেছে৷