TRENDING:

পলিগ্রাফ ও নার্কো পরীক্ষা হোক, উন্নাওকাণ্ডের অভিযুক্ত কুলদীপ সেঙ্গারের সমর্থনে দাবি তার আত্মীয়ের

Last Updated:

সেঙ্গার নির্দোষ এমন দাবি করেই তিনি জানিয়েছেন এই পরীক্ষাগুলি করা হোক তাহলে সত্যিটা সকলেই জানতে পারবেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উন্নাও: নয়াদিল্লির AIIMS এ জীবনের সঙ্গে লড়ছেন উন্নাওকাণ্ডের নির্যাতিতা । দল থেকে বহিষ্কার করা হয়েছে মূল অভিযুক্ত বিধায়ক কুলদীপ সেঙ্গারকে । তবে এর পরেও তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন সেঙ্গার । এবার তার পাশে দাড়িয়েছেন সেঙ্গারের আত্মীয়রাও ।
advertisement

নীপেন্দর সিং, সেঙ্গারের এক আত্মীয়, সেঙ্গারের নার্কো অ্যানালিসিস ও পলিগ্রাফ টেস্টের দাবি করেছেন । সেঙ্গার নির্দোষ এমন দাবি করেই তিনি জানিয়েছেন এই পরীক্ষাগুলি করা হোক তাহলে সত্যিটা সকলেই জানতে পারবেন ।

সেঙ্গারের আত্মীয় নীপেন্দর সিং

advertisement

ঘটনার ৫ মাস পরে অভিযোগ জানিয়েছিলেন নির্যাতিতা ফলে DNA টেস্ট করা সম্ভব নয়, এই পরিপ্রেক্ষিতে কেবলমাত্র পলিগ্রাফ ও নার্কো টেস্ট করাই সম্ভব । সেঙ্গারের আত্মীয়ের কথায় এক বড় ষড়যন্ত্রের শিকার সেঙ্গার ও স্থানীয় রাজপুত নেতারাই রয়েছেন এর নেপথ্যে।

নির্যাতিতার পরিবারও অপরাধমূলক কাজে জড়িত রয়েছেন কিন্তু যোগী সরকার যখন তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন তখন সেঙ্গারের কাছে তাঁরা এই পরোয়ানা বাতিলের আর্জি জানিয়েছেন । সেঙ্গার এই আর্জি মেনে না নেওয়ায় তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনে তাকে অপদস্থ করা হচ্ছে, দাবি নীপেন্দরের ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
পলিগ্রাফ ও নার্কো পরীক্ষা হোক, উন্নাওকাণ্ডের অভিযুক্ত কুলদীপ সেঙ্গারের সমর্থনে দাবি তার আত্মীয়ের