TRENDING:

'রহস্যময়' রোগে আতঙ্ক জম্মু-কাশ্মীরে! ১৭ জনের মৃত্যু! ২৩০ জন কোয়ারেন্টাইন

Last Updated:

Mysterious disease in Jammu and Kashmir- অজানা জ্বর। আর তাতে ১৭ জনের মৃত্যি। জম্মু-কাশ্মীরে রহস্যময় রোগে ছড়াচ্ছে আতঙ্ক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অজানা জ্বর। আর তাতে ১৭ জনের মৃত্যি। জম্মু-কাশ্মীরে রহস্যময় রোগে ছড়াচ্ছে আতঙ্ক। অজানা জ্বরে ইতিমধ্যেই প্রাণ কেড়েছে ১৭ জনের। এখনও পর্যন্ত ২৩০ জন মানুষকে আইসোলেশনে রাখা হয়েছে। জানা যাচ্ছে, আপাতত কিছুদিনের জন্য রাজৌরি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন স্থানীয় প্রশাসন।
News18
News18
advertisement

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, ভাইরাসজনিত বা ব্যাকটেরিয়াঘটিল কোনও রোগ এটি নয়। তবে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে ১৭ জনের। দাবি করা হচ্ছে এমনই। ওদিকে, লখনউয়ের এক গবেষনাগারের নমুনা পাঠানো হয়েছে। এই তথ্য সেখান থেকেই পাওয়া।

আরও পড়ুন- ব্যবধান ২৫ বছরের, দিল্লির অভিজাত হোটেলের দারোয়ানকে সেখানেই খাওয়াতে আনলেন ছেলে!

advertisement

জম্মু ও কাশ্মীর সরকার ইতিমধ্যে রাজৌরি হাসপাতালে অতিরিক্ত ১০ জন ডাক্তারি পড়ুয়াকে পাঠিয়েছে। তাঁরা পরিস্থিতি সামাল দিতে সিনিয়র চিকিৎসকদের সাহায্য করবেন বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, অজানা এক জ্বরের পর প্রচণ্ড বমি শুরু হয় রোগীদের। জ্বর না কমায় শরীর ক্রমে দুর্বল হয়ে পড়েছিল ভুক্তভোগীদের। প্রচণ্ড জ্বরে অনেকেই প্রথমে অচৈতন্য হয়ে পড়েন, তার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন।

advertisement

আরও পড়ুন- ব্যবধান ২৫ বছরের, দিল্লির অভিজাত হোটেলের দারোয়ানকে সেখানেই খাওয়াতে আনলেন ছেলে!

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, রাসায়নিক ও সার, পশুপালন, খাদ্য নিরাপত্তা এবং ফরেন্সিক বিশেষজ্ঞেরা কৃষি এবং জল সম্পদ মন্ত্রকের বিশেষজ্ঞেরা রয়েছেন ওই এলাকায়। লখনৌতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টক্সিকোলজি রিসার্চে আক্রান্ত ও মৃতদের শরীরের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়েছিল। পরীক্ষায় ক্যাডমিয়াম রাসায়নিকের উপস্থিতি মিলেছে। ক্ষতিকারক ক্যাডমিয়াম মানুষের শরীরে পৌঁছল কী করে, তা খতিয়ে দেখা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এই রাসায়নিক ক্যাডমিয়ামকে মানুষের শরীরে জন্য ক্ষতিকারক বলে জানিয়েছে। এই রাসায়নিক কিডনি, শ্বাসযন্ত্রের বিপুল ক্ষতি করতে পারে। খুব কম পরিমাণ ক্যাডমিয়াম বাতাসে মিশে থাকে। কোনওভাবে তা বেড়ে গিয়েছিল বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলা খবর/ খবর/দেশ/
'রহস্যময়' রোগে আতঙ্ক জম্মু-কাশ্মীরে! ১৭ জনের মৃত্যু! ২৩০ জন কোয়ারেন্টাইন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল