শুধু উত্তর প্রদেশ নয়, এই তালিকায় উপরের দিকে রয়েছে বিজেপি শাসিত একাধিক রাজ্য৷ সেই তুলনায় ভুয়ো জব কার্ডের ক্ষেত্রে সংখ্যার নিরিখে অনেকটাই পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ৷ এই তথ্য সামনে আসার পরেই পদ্ম শিবিরের বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের শাসক দল৷
আরও পড়ুন: মমতার বাড়ি দেখে হিংসা হয়েছিল, কেন? চলচ্চিত্র উৎসবে এসে ফাঁস করলেন সলমন
advertisement
ভুয়ো জব কার্ড নিয়ে এ দিন লোকসভায় প্রশ্ন করেছিলেন তৃণমূল সাংসদ ওরফে দেব৷ ঘাটালের তৃণমূল সাংসদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি জানান, ২০২২-২৩ অর্থবর্ষে দেশের মধ্যে সবথেকে বেশি ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশে৷ সংখ্যার নিরিখে যা ২ লক্ষ ৯৬ হাজার ৪৬৪৷ ২০২১-২২ অর্থবর্ষে যা ছিল ৬৭, ৯৩৭৷ অর্থাৎ এক বছরেই যোগী রাজ্যে ভুয়ো জব কার্ডের সংখ্যা বিপুল পরিমাণে বেড়েছে৷
এর পরেই তালিকায় রয়েছে ওড়িশা৷ ২০২২-২৩ অর্থবর্ষে সেখানে উদ্ধার হয়েছে ১ লক্ষ ১৪ হাজার ৩৩৩টি ভুয়ো জব কার্ড৷ বিজেপি শাসিত আরও বেশ কয়েকটি রাজ্যেও ধরা পড়া ভুয়ো জব কার্ডের সংখ্যা পশ্চিমবঙ্গের তুলনায় অনেক বেশি৷ যেমন, বিজেপি শাসিত মধ্যপ্রদেশেই ভুয়ো জব কার্ডের সংখ্যা ২৭,৮৫৯৷ এতদিন কংগ্রেস শাসিত রাজস্থানে ভুয়ো জব কার্ডের সংখ্যা ৪৫,৬৪৬৷ গত বছর পর্যন্ত বিহারে জোট সরকারে শরিক ছিল বিজেপি৷ সেই বিহারেও চলতি ২০২২-২৩ অর্থবর্ষে ৮০ হাজারের বেশি ভুয়ো জব কার্ড ধরা পড়েছে৷ স
সবমিলিয়ে গোটা দেশে ২০২২-২৩ অর্থবর্ষে ধরা পড়া ভুয়ো জব কার্ডের সংখ্যা ৭ লক্ষ ৪৩ হাজার ৪৫৭৷ সেখানে গত অর্থবর্ষে পশ্চিমবঙ্গে ধরা পড়া ভুয়ো জব কার্ডের সংখ্যা ৫, ২৬৩৷ ২০২১-২২ অর্থবর্ষে সেই সংখ্যাটা ছিল ৩৮৮৷
কেন্দ্রীয় মন্ত্রী এই পরিসংখ্যান পেশ করার পরই সরব হয়েছে তৃণমূল৷ দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিজেপি কুৎসা করতে আসছে, কুৎসা করছে! লজ্জা হওয়া উচিত! ভুয়ো জব কার্ডের নিরিখে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ শীর্ষে! কুৎসা যারা করেছেন তাঁদের উচিত ক্ষমা চাওয়া এবং রাজ্যের বকেয়া মিটিয়ে দেওয়া।