“অগ্নিপথ প্রকল্প ভারতীয় সেনাবাহিনীর জন্য একটি বড় পদক্ষেপ। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে ১০% সংরক্ষণও ঘোষণা করা হয়েছে অগ্নিবীরদের জন্য… অনেক রাজ্য ইতিমধ্যেই বিভিন্ন বিভাগে অগ্নিবীরদের জন্য সংরক্ষণের ঘোষণা করেছে,” বলেন অনুরাগ। প্রতিবাদের আড়ালে সংঘটিত হিংসার নিন্দা করে অনুরাগ ঠাকুর জানান, যুবক সম্প্রদায়কে আসলে বিভ্রান্ত করা হচ্ছে।
আরও পড়ুন- কেন্দ্রের বড় ঘোষণা! আধাসামরিক বাহিনী ও অসম রাইফেলসে অগ্নিবীরদের ১০% সংরক্ষণ!
advertisement
“কিছু মানুষ এটি নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। শিশুদের প্রতিবাদের জন্য পাঠানো হয়েছিল। তারা এই প্রকল্প সম্পর্কে কী জানবে? আমি তরুণদের কাছে আবেদন জানাতে চাই, আপনাদের যদি প্রশ্ন থাকে, আসুন সেগুলি নিয়ে আলোচনা করি। আমাদের সশস্ত্র বাহিনীতে সুশৃঙ্খল লোক দরকার। আমি ভাঙচুর ও হিংসার নিন্দা জানাই। প্রার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে,” বলেন মন্ত্রী।
CNN-News18 টাউন হলের এই অনুষ্ঠানে গত বছর কোভিড-১৯ মহামারী মোকাবিলা প্রসঙ্গে অনুরাগ ঠাকুর জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম অগ্রাধিকার ছিল দরিদ্রদের যাতে কষ্ট না হয়। “ভারত ১৯৫ কোটি টিকা দেওয়ার রেকর্ড অর্জন করেছে। বিশ্বব্যাপী ভ্রমণের জন্য কোভিড শংসাপত্রের প্রয়োজনীয়তা সম্পর্কে প্রধানমন্ত্রী মোদিই প্রথম চিন্তা করেছিলেন,” তিনি বলেন।
আরও পড়ুন- কৃষি আইন তুলে কেন্দ্রকে খোঁচা, অগ্নিপথও প্রত্যাহার করতেই হবে, দাবি রাহুল গান্ধির
এদিনের আলোচনায় টোকিও অলিম্পিকে ভারতীয় দলের রেকর্ড পদক জয়ের প্রশংসা করে, আশাবাদী ক্রীড়ামন্ত্রী অনুরাগ বলেন, “আমরা ২০২৪ অলিম্পিকে আরও ভাল পারফরম্যান্স করব। খেলার আগে ও পরে প্রধানমন্ত্রী নিজে আমাদের ক্রীড়াবিদদের সঙ্গে কথা বলেন। টোকিও অলিম্পিকে ভারতের হয়ে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। আজ ভারতের মানুষের খেলাধুলায় দুর্দান্ত ভবিষ্যত রয়েছে।”
পাকিস্তানের সঙ্গে ক্রিকেট প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করে অনুরাগ জানান, পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক খেলাধুলো ফের শুরু করা সন্ত্রাসবাদের ইস্যুতে তার পদক্ষেপের উপরই নির্ভর করছে। “এটা নির্ভর করছে সরকার ও পরিস্থিতির ওপর। এখনও পর্যন্ত বিসিসিআই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। পাকিস্তানকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বন্ধ করতে হবে। একমাত্র তখনই আমরা এ বিষয়ে ভাবতে পারব,” বলেন অনুরাগ ঠাকুর।