সম্প্রতি রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার শাখা সিএএ ইস্যুতে হস্তক্ষেপ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে৷ জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়েও রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার শাখার ডিরেক্টর তীব্র সমালোচনা করেন৷ সমালোচনা প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, 'মানবাধিকার কাউন্সিলের ডিরেক্টর এই আগেও ভুল করেছেন৷ সমালোচনা করার আগে কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রসঙ্ঘের অতীত রেকর্ড দেখতে হবে৷'
এরপরেই সিএএ নিয়ে বিদেশমন্ত্রীর কথায়, 'আমরা রাষ্ট্রহীন মানুষদের সংখ্যা কমানোর চেষ্টা করছি এই আইনের মাধ্যমে৷ এটা প্রশংসার যোগ্য৷ প্রতিটি ব্যক্তি, যখন তাঁরা নাগরিকত্বের দিকে তাকান, দেখা যায় কিছু যোগ্যতা রয়েছে৷ আমাকে একটা দেশ দেখান, যারা বিশ্বের সব মানুষকে স্বাগত জানায় তাদের দেশে৷ কেউ দেখাতে পারবেন না৷'
advertisement
বিদেশমন্ত্রীর বক্তব্য, UNHRC ডিরেক্টর এর আগেও ভুল করেছিলেন৷ প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে যখন সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হল, তারপরেই সিএএ-র সমালোচনায় সরব হয় রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার শাখা৷ এই প্রথম নয়, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পরে কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলের প্রধান৷