TRENDING:

Indigo Update: রবিবার রাত ৮টার মধ্যে বাতিল উড়ানের টিকিটের দাম ফেরাতে হবে, ইন্ডিগো-কে কড়া নির্দেশ কেন্দ্রের!

Last Updated:

গত পাঁচ দিন ধরে গোটা দেশে ভেঙে পড়েছে ইন্ডিগো-র পরিষেবা৷ শুক্রবারও সংস্থার এক হাজারের বেশি উড়ান বাতিল হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আগামিকাল, রবিবার রাত ৮টার মধ্যে বাতিল হওয়া সমস্ত উড়ানের টিকিটের দাম ফেরত দিতে হবে ইন্ডিগো-কে৷ বেসরকারি বিমান সংস্থাকে এই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক৷
ইন্ডিগো বিভ্রাটে কড়া কেন্দ্র৷ ছবি- পিটিআই
ইন্ডিগো বিভ্রাটে কড়া কেন্দ্র৷ ছবি- পিটিআই
advertisement

গত পাঁচ দিন ধরে গোটা দেশে ভেঙে পড়েছে ইন্ডিগো-র পরিষেবা৷ শুক্রবারও সংস্থার এক হাজারের বেশি উড়ান বাতিল হয়েছে৷ ইন্ডিগো বিভ্রাটে গত কয়েক দিনে নাজেহাল হয়েছেন হাজার হাজার যাত্রী৷ দেশের বিভিন্ন বিমানবন্দরে তৈরি হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতি৷ শনিবারও ইন্ডিগোর বাতিল হওয়া উড়ানের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে৷

এর আগে ইন্ডিগো-র পক্ষ থেকেই বাতিল হওয়া উড়ানের টিকিটের দাম ফেরত দেওয়ার কথা জানানো হয়েছিল৷ কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, রবিবার রাত ৮টার মধ্যে টিকিটের দাম ফেরত না দিলে কড়া পদক্ষেপ নেওয়া হবে৷

advertisement

একই সঙ্গে বিবৃতিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে, উড়ান বাতিল হলে যদি কোনও যাত্রী নতুন কোনও উড়ানের টিকিট করেন সেক্ষেত্রে যেন রিশিডিউলিং চার্জ চাপানো না হয়৷

এর পাশাপাশি ইন্ডিগো-কে আলাদা করে প্যাসেঞ্জার সাপোর্ট এবং রিফান্ড-এর জন্য সহায়তা কেন্দ্র খোলার নির্দেশও দেওয়া হয়য়েছে৷ যাতে সরাসরি যাত্রীদের সঙ্গেই যোগাযোগ করে হয় তাঁদের নতুন উড়ানের ব্যবস্থা করে দেওয়া নয়তো টিকিটের দাম ফেরত দেওয়ার ব্যবস্থা করা যায়৷ ইন্ডিগোর পরিষেবা পুরোপুরি ঠিক হওয়া পর্যন্ত উড়ান বাতিল হলেই টিকিটের দাম রিফান্ড-এর ব্যবস্থা চালু থাকবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পেঁয়াজ-রসুন দিয়ে দোকান সাজাতেই বাজিমাত! দ্বিগুণ বিক্রি হচ্ছে বর্ধমানের ব্যবসায়ীর
আরও দেখুন

উড়ান শেষ মুহূর্তে বাতিল হওয়ার কারণে যে যাত্রীদের মালপত্র তাঁদের থেকে আলাদা হয়ে গিয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে সেই সমস্ত মালপত্র ফেরত দেওয়ার জন্যও ইন্ডিগো-কে নির্দেশ দেওয়া হয়েছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Indigo Update: রবিবার রাত ৮টার মধ্যে বাতিল উড়ানের টিকিটের দাম ফেরাতে হবে, ইন্ডিগো-কে কড়া নির্দেশ কেন্দ্রের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল