'তুমি থাকো, নজর রাখো... আমি আবার আসছি...' আই-প্যাক প্রধানকে নির্দেশ দিয়ে সেক্টর ফাইভ ছাড়লেন মমতা
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
ED IPAC Office Raid: আইপ্যাকের সল্টলেকের সেক্টর ফাইভের দফতরে বৃহস্পতিবার ভোর থেকে চলছে ইডির তল্লাশি আর তাই ঘিরেও তোলপাড় পরে গিয়েছে সল্টলেক চত্ত্বরে। খবর শুনেই আই-প্যাক প্রধান প্রতীক জৈনের বাড়ি ও পরে IPAC এর দফতরে পৌঁছন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ সেখানে থাকার পর বিকেলে জরুরি কর্মসূচিতে আই-প্যাক অফিস ছাড়লেও 'সেটেলমেন্ট' করতে আবার ফিরে আসছেন বলেই জানিয়ে গেলেন মমতা।
advertisement
1/6

ইডির হানা ঘিরে চরম উত্তেজনা সল্টলেকে সেক্টর ফাইভে। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের সল্টলেকের সেক্টর ফাইভের দফতরে বৃহস্পতিবার ভোর থেকে চলছে ইডির তল্লাশি আর তাই ঘিরেও তোলপাড় পরে গিয়েছে সল্টলেক চত্ত্বরে। খবর শুনেই আই-প্যাক প্রধান প্রতীক জৈনের বাড়ি ও পরে IPAC এর দফতরে পৌঁছন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ সেখানে থাকার পর বিকেলে জরুরি কর্মসূচিতে আই-প্যাক অফিস ছাড়লেও 'সেটেলমেন্ট' করতে আবার ফিরে আসছেন বলেই জানিয়ে গেলেন মমতা।
advertisement
2/6
গঙ্গাসাগর মেলার উদ্বোধন উপলক্ষে আউট্রাম ঘাটে যাওয়ার সময় সেক্টর ফাইভের দফতর ছাড়ার মুখে প্রতীক জৈনকে বিশেষ নির্দেশ দিয়ে যান মমতা। সূত্রের খবর, বেরোনোর সময় প্রতীক জৈনকে মমতা বলেন, "তুমি থাকো, নজর রাখো... আমি আসছি... কী কী নথি নেই তার রিপোর্ট রেডি করো"।
advertisement
3/6
সল্টলেকে আই-প্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে আচমকা ইডির হানা নিয়ে সকাল থেকেই সরগরম রাজ্য রাজনীতি। উল্লেখ্য, কয়লা পাচার মামলা সূত্রে বৃহস্পতিবার সকাল থেকেই আইপ্যাকের দফতর এবং ওই সংস্থার কর্ণধার প্রতীকের বাড়িতে তল্লাশি অভিযান শুরু হয়।
advertisement
4/6
খবর পেয়েই আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে পৌঁছে যান স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, প্রতীক জৈনের বাড়িতে গিয়েও প্রতীক জৈনের সঙ্গে সামনাসামনি কথা হয় মুখ্যমন্ত্রীর। সেইসময় প্রতীক জৈনকে আশ্বাস দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "তুমি চিন্তা কোরো না, দল আছে, আমি আছি"।
advertisement
5/6
এদিন আই প্যাক-এর অফিসে ঢুকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তাঁদের উদেশ্য করে বলেন, "তোমরা সব চুরি করতে এসেছ। এটা কী ধরনের অভিযান? আমার এখানে অনেক নথি রয়েছে সেগুলি তোমরা নিতে এসেছো?"
advertisement
6/6
আইপ্যাক অফিসে ঢুকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মুখোমুখি হয়ে রীতিমতো গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করেন, সব সেটল না হলে আইপ্যাক দফতর ছেড়েই যাবেন না।