TRENDING:

#Budget2020: চালু হচ্ছে কিষাণ রেল, তেজসের মতো আরও ১৫০ হাইস্পিড ট্রেনের ঘোষণা

Last Updated:

মু্ম্বই-আমেদাবাদ রুটে যে বুলেট ট্রেন চালানোর কথা ভাবা হয়েছে, তার কাজ আরও দ্রুততার সঙ্গে শেষ করা হবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: তেজসের মতো আসছে আরও ১৫০টি প্রাইভেট ট্রেন ৷ বাজেটে কৃষকদের জন্য বিশেষ কিষাণ রেল চালুর ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ৷ আর্থিক ঝিমুনির আবহে সংসদে বাজেট পেশ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ৷ ২৭ হাজার কিমি রেলওয়ে ট্র্যাকের ইলেকট্রিফিকেশন-এর কাজ শুরু করবে সরকার ৷
advertisement

বাজেটে অর্থমন্ত্রী রেলের জন্য যে বিশেষ ঘোষণাগুলি করেন তা হল- মু্ম্বই-আমেদাবাদ রুটে যে বুলেট ট্রেন চালানোর কথা ভাবা হয়েছে, তার কাজ আরও দ্রুততার সঙ্গে শেষ করা হবে ৷ পিপিপি মডেলে ভারতের বিভিন্ন ট্যুরিস্ট ডেস্টিনেশন অবধি ১৫০টি প্রাইভেট ট্রেন চালানো হবে ৷ এছাড়াও বেঙ্গালুরুতে ১৪৮ কিলোমিটার উপনগরীয় ট্রেন সিস্টেম তৈরির ঘোষণা ৷ এতে খরচ হবে ১৮ হাজার ৬০০ কোটি টাকা, যার ২৫ শতাংশ দেবে সরকার ৷

advertisement

আগামী অর্থবর্ষে সরকারের লক্ষ্য রেলে ১০০ শতাংশ ইলেকট্রিফিকেশন ৷ বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ঘোষণা, সৌরশক্তির যোগান বাড়াতে রেলওয়ে ট্র্যাকের পাশে সোলার পাওয়ার গ্রিড বানানো হবে ৷ রেলের খালি জমিতে গড়ে তোলা হবে সৌরবিদ্যুৎ কেন্দ্র। দেশজুড়ে দুধ, মাংস এবং মাছ পরিবহনের জন্য চালু হচ্ছে 'কিষাণ রেল'। রেলের অরক্ষিত লেভেল ক্রসিং সম্পূর্ণভাবে বন্ধের উদ্যোগ ৷ আরও ৫৫০টি রেলস্টেশনে ফ্রি ওয়াইফাই চালুর ঘোষণা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

বহি খাতা খুলে বাজেট নথি পড়া শুরু করার আগে প্রাক্তন অর্থমন্ত্রী স্বর্গত অরুণ জেটলির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন নির্মলা সীতারমণ ৷ আগামী অর্থবর্ষের জন্য বাজেটের শুরুতেই অর্থমন্ত্রীর দাবি ৷ ‘ভাইব্র্যান্ট ইন্ডিয়া’ গড়ার লক্ষ্যে এই বাজেট ৷ অর্থনীতির বুনিয়াদ অনেক মজবুত ৷ গত দুবছরে আরও ৬০ লাখ নতুন করদাতা তৈরি হয়েছে দেশে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
#Budget2020: চালু হচ্ছে কিষাণ রেল, তেজসের মতো আরও ১৫০ হাইস্পিড ট্রেনের ঘোষণা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল