আরও পড়ুন: National Herald Case: সনিয়া-রাহুলকে ₹১০০ কোটির নোটিশ ধরাল আয়কর বিভাগ
সিএনবিসি-র একটি রিপোর্ট অনুযায়ী, এবারের অন্তর্বর্তীকালীন বাজেটে যারা বাড়ি কিনতে চান তাদের জন্য বেশ অনেকটাই ছাড় দেওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এর জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার বাজেট প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা রয়েছে ৷ মূলত বাড়ি কেনা, তৈরি করা, সম্প্রসারণ বা সংস্কারের জন্য এই ঋণ প্রদান করা হয়।
advertisement
আরও পড়ুন: ৮২ নং ওয়ার্ড দখলে রাখল তৃণমূল, বিপুল ভোটে জয়ী হলেন মেয়র ফিরহাদ হাকিম
এই যোজনার বাজেট বাড়িয়ে সরকার বেশিরভাগ মানুষকে অ্যাফোর্ডেবল হাউজিং ফান্ড দেওয়ার কাজ করবে ৷ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষদের ভোট জেতার জন্য একাধিক পদক্ষেপ নিয়ে চলেছে মোদি সরকার ৷ PMAY ফান্ড বাড়লে সুদের হারে অনেকটাই ছাড় পাবেন সাধারণ মানুষ ৷
আরও পড়ুন: ‘ঘটা করে পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করে দিচ্ছে’- পার্থ চট্টোপাধ্যায়
এই যোজনার মূল উদ্দেশ্য হচ্ছে আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের নিজেদের বাড়ি দেওয়া ৷ এই যোজনায় আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের লোনের সুদে সাবসিডি দেওয়া হয় ৷ পাশাপাশি লোন শোধ করার জন্য ২০ বছরের লম্বা সময় দেওয়া হয়েছে যাতে মানুষের উপরে বাড়তি চাপ না পড়ে ৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহরের আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণি ও নিম্ন মধ্যবিত্তদেরও সামিল করা হয়েছে ৷ এই স্কিমে যখন শুরু হয়েছিল তখন হোম লোন ৩-৬ লাখ টাকা পর্যন্ত নেওয়া যায় ৷ যার সুদেও সাবসিডিও দেওয়া হয়৷ কিন্তু পরে এই অ্যামাউন্ট বাড়িয়ে ১৮ লক্ষ করে দেওয়া হয়েছিল ৷