এই প্রথমবার ফেব্রুয়ারিতে বাজেট পেশ ৷ লোকসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট ৷ ফের অচ্ছে দিন-এর স্বপ্ন নিয়ে হাজির মোদি সরকারের বাজেট ৷ দেশের সবথেকে বড় ভোট ব্যাঙ্ক অর্থাৎ মধ্যবিত্তের মন পেতে চেষ্টার খামতি রাখেনি মোদি-জেটলির সরকার ৷
প্রবীণ নাগরিকদের জন্য বড়সড় সুখবর ৷ প্রবীণ নাগরিকদের জন্য সুদে সুবিধা ৷ এবার থেকে ৮% হারে সুদ পাবে প্রবীণ নাগরিকরা বাজেটে ঘোষণা জেটলির ৷
advertisement
এছাড়াও আয়করেও বিপুল ষাটোর্ধ্ব ব্যক্তিদের বিপুল ছাড় দেওয়ার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ ব্যাঙ্কে জমানো টাকায় আয়করের ক্ষেত্রে বদল হল কর স্ল্যাবে ৷ আগে ১০ হাজার টাকা পর্যন্ত কর ছাড় দেওয়া হত ৷ নয়া বাজেটে ৩০ হাজার টাকা পর্যন্ত কর ছাড়ের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী ৷ ফিক্সড ডিপোজিট, পোস্ট অফিসে রাখা টাকা থেকেও প্রাপ্ত সুদেও ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড়ের কথা ঘোষণা হল বাজেটে ৷ প্রবীণ নাগরিকদের ৮০ ডি বেনিফিটেও কর ছাড়ের সীমা ৩০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করল জেটলি সরকার ৷