# তামাক জাতীয় দ্রব্যে আবগারি কর বাড়ানো হচ্ছে ৷ দামী হচ্ছে সিগারেট-সহ তামকাজাতীয় পণ্য ৷
# ছোট গাড়িতে ১ শতাংশ সেস, মাঝারি গাড়িতে ২-৪ শতাংশ সেস এবং ১০ লক্ষের বেশি দামের গাড়িতে ২ শতাংশ সেস ৷ পেট্রল গাড়িতে ১ শতাংশ সেস এবং ডিজেল গাড়িতে অতিরিক্ত ২.৫ শতাংশ সেস বসল ৷
advertisement
# আয় বছরে কোটি টাকা হলে ১৫ শতাংশ সারচার্জ দিতে হবে ৷
# যাঁরা নতুন বাড়ি কিনছেন তাঁরা বছরে ৫০ হাজার টাকা পর্যন্ত কর ছাড় পাবে ৷
# আয়করের উর্ধ্বসীমায় কোনও অতিরিক্ত ছাড় দেওয়া হল না ৷ আয় কমিয়ে দেখালে বাড়বে জরিমানার পরিমাণ ৷ নতুন ব্যবসা শুরু করলে ১০০ শতাংশ কর ছাড় ৷ আয় বছরে ৫ লক্ষ টাকার কম হলে তাদের ৩ হাজার টাকা ছাড় ৷ বাড়িভাড়ায় করছাড়ের উর্ধ্বসীমা বছরে ২৪ হাজার থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হল ৷
# প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে আনা হবে সংস্কার ৷ এফডিআই নীতিতে কৃষি ও খাদ্যপ্রক্রিয়াকরণে গুরুত্ব বাড়বে ৷ ১০০ শতাংশ এফডিআই খাদ্যপ্রক্রিয়াকরণে ৷ রাষ্ট্রায়ত্ব সংস্থায় সরকারি বিনিযোগ বাড়ানো হবে ৷ নতুন প্রকল্প তৈরির উদ্যোগ নেওয়া হবে ৷ এছাড়া রুগ্ন সরকারি সংস্থা বিলগ্নীকরণেও গুরুত্ব দেওয়া হবে ৷
# চলতি সংসদ অধিবেশনেই আধার বিল পেশ ৷ মানব সম্পদ উন্নয়নে বিশেষ টাস্ক ফোর্স গঠন ৷ টাস্ক ফোর্স গঠন বিভিন্ন মন্ত্রকে ৷
# চিটফান্ডের জুলুম রুখতে আইন ৷ সেবির আইনে বাড়তি জোর ৷ পোস্টঅফিসে দ্রুত ATM ও মাইক্রো ATM চালু করা হচ্ছে ৷ প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য বিমা যোজনায় জোর দেওয়া হয়েছে ৷ এর জন্য বরাদ্দ ৩০ হাজার কোটি টাকা ৷
# পরমানুশক্তি উন্নয়নে বরাদ্দ ৩ হাজার কোটি ৷ ব্যাঙ্কিং খাতে ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷
# বিমানবন্দর উন্নয়নে কেন্দ্র-রাজ্য জোট ৷ ১৬০ টি বিমানবন্দর সংস্কার লক্ষ্য ৷ পরমাণু শক্তি খাতে বরাদ্দ ৩ হাজার কোটি টাকা ৷
# নতুন সরকারি কর্মচারিদের ক্ষেত্রে ৮.৩৩ শতাংশ ইপিএফ-এর টাকা দেবে সরকার ৷ নতুনদের থেকে কোনও ইপিএফ-এর টাকা কাটা হবে না ৷ এই প্রকল্পে ১ হাজার কোটি টাকা বরাদ্দ করছে সরকার ৷ ১৫ হাজারের কম যাদের বেতন তাদের জন্যই এই স্কিম প্রযোজ্য ৷ ইপিএফ থেকে সার্ভিস চার্জ তুলে দেওয়া হল ৷
# রেল ও সড়ক যোজনায় বরাদ্দ ২ লক্ষ ১৮ হাজার কোটি ৷ শুধুমাত্র সড়ক যোজনাতেই ৫৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হল ৷
# ১ লক্ষ টাকার নতুন স্বাস্থ্য বিমা যোজনা ৷ সংখ্যালঘু উন্নয়নে বিশেষ জোর দেওয়া হবে ৷ ১৫০০টি মাল্টি স্কিল ট্রেনিং সেন্টারের জন্য বরাদ্দ ১৭ হাজার কোটি টাকা ৷ উচ্চশিক্ষা প্রকল্পে বরাদ্দ এক হাজার কোটি টাকা ৷
# স্বচ্ছ ভারত অভিযানে ৯ হাজার কোটি টাকা বরাদ্দ করা হল ৷ ২০১৮, ১ মে-র মধ্যে প্রত্যেক গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে ৷ গ্রামপঞ্চায়েত গুলিকে অর্থ প্রদানে বিশেষ উদ্যোগ ৷ উদ্বোধন করা হবে গ্রাম স্বরাজ অভিযানের ৷ স্বল্প দামে উন্নত মানের ওষুধ মিলবে ৷আধার কার্ডে নতুন আইন ৷ ৩ হাজার স্বল্প মূল্যের ওষুধের দোকান খোলা হবে ৷ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি করা হবে ৷
# দীর্ঘমেয়াদি সেচপ্রকল্পের উপর জোরে ৷ ৯৭ লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহ প্রকল্প সফল ৷ সেচপ্রকল্পে ৮৬,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে ৷ কৃষকদের অনলাইন শস্য সংগ্রহ পদ্ধতি চালু করা হচ্ছে ৷ জল ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ প্রকল্প তৈরি ৷ MNREGA এর আওতায় এই প্রকল্প ৷
# ন্যাশনাল ডায়ালেসিস পরিষেবা প্রকল্প চালু ৷ সমস্ত জেলা হাসপাতালে চালু হচ্ছে ডায়ালেসিস পরিষেবা ৷ কম খরচে মিলবে ডায়ালেসিস পরিষেবা ৷ ৫০০ কোটি টাকা বরাদ্দ ‘স্ট্যান্ড আপ ইন্ডিয়া’ প্রকল্পে ৷ সর্বশিক্ষা মিশনের মানোন্নয়নের জন্য অতিরিক্ত ৬২টি নবোদয় বিদ্যালয় ৷
# রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযানে ৬৫৫ কোটি বরাদ্দ ৷ স্বামী বিবেকানন্দর বক্তব্যকে তুলে ধরে সামাজিক সংস্কার জেটলির ৷ রান্নার গ্যাস ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত গরীব মা-বোনেরা ৷ গরীব ঘরে এলপিজি সংযোগে ২ হাজার কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি করা হচ্ছে ৷
# ১ মে ২০১৮ থেকে ১০০ শতাংশ বিদ্যুৎ, ৮৫০০ কোটি টাকা বরাদ্দ ৷ ডেয়ারি শিল্পের উন্নতিতে ৪টি নয়া প্রকল্প ৷ ১০০ দিনের কাজে ৩৮ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ ৷ এটা সবর্কালীন রেকর্ড বরাদ্দ ৷ কৃষক ঋণ মকুবে বরাদ্দ ১৫ হাজার কোটি টাকা ৷
# জাতীয় খাদ্য সুরক্ষা মিশনে বাড়তি ৫০০ কোটি টাকা বরাদ্দ ৷ অ্যানিম্যাল হেল্থ কার্ড চালু করার প্রস্তাব ৷ প্রাণীসম্পদ বিকাশে ৮৫০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে ৷গ্রামীণ উন্নয়নে ২২৮ শতাংশ বাড়তি বরাদ্দ ৷ পঞ্চায়েত প্রতি ৮০ লক্ষ টাকা করে বাড়তি বরাদ্দ করা হবে ৷ দীনদয়াল অন্ত্যোদয় মিশনের অন্তর্ভূক্ত করে গ্রামোন্নয়ন, ফসল বিমা যোজনায় ২৫০০ কোটির পাশাপাশি ডাল উৎপাদন বাড়াতে বরাদ্দ ৫০০ কোটি টাকা ৷
# দেশের মাত্র ৪৬ শতাংশ জমি কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত,এই সীমাকে বাড়িয়ে তোলাই লক্ষ্য ৷ দীর্ঘমেয়াদি কৃষি তহবিল তৈরি করা হবে ৷ ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ ভূ-গর্ভস্থ জলসম্পদ উন্নয়নে ৷ কৃষির আধুনিকীকরণে অধিক গুরুত্ব ৷ দেশের আরও বেশি কৃষিজমিকে সেচের আওতায় আনা হবে ৷ জৈব কৃষির জন্য কৃষি বিকাশ যোজনা ৷ জিএসটি ও ব্যাঙ্করাপসি আইন চালুর প্রস্তাব ৷ প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনার সম্প্রসারণে অধিক বরাদ্দ করা হচ্ছে ৷ ১৯ হাজার কোটি টাকা বাড়তি বরাদ্দ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ৷
# ‘প্রধানমন্ত্রীর ফসল বীমা যোজনা কৃষকদের আর্থিক নিশ্চয়তা দিয়েছে ৷ বিপিএলভূক্ত পরিবারের এলপিজি প্রাপ্তির ক্ষেত্রে ভর্তুকি সুবিধা কার্যকরী হয়েছে ৷ বিদেশি মুদ্রার ভান্ডার বেড়ে হয়েছে ৩৫০ বিলিয়ন ডলার ৷ আগামী পাঁচ বছরে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য আমাদের ৷ মানুষের ঘাড় থেকে করের বোঝা নামানোই লক্ষ্য ৷
# দেশের বিকাশ মন্থর হবে না ৷ গ্রামীণ উন্নতি, সামাজিক, অর্থনৈতিক ও ব্যাঙ্কিং বিকাশে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রীর ফসল বীমা যোজনা কৃষকদের আর্থিক নিশ্চয়তা দিয়েছে: জেটলি
# ‘রাজনৈতিক জটিলতার মধ্যেও আর্থিক সঙ্কট কাটছে ৷ IMF ভারতের প্রশংসা করছে, বৃদ্ধি পেয়েছে বিদেশি বিনিয়োগ’: জেটলি
# ‘কমছে মুদ্রাস্ফীতির হার, চলতি আর্থিক বছরে GDP-হার ৭.৬ শতাংশ’, চলতি বছরের শেষে ১৪.৯ শতাংশে পৌঁছবে দেশের GDP: জেটলি
# ‘আন্তর্জাতিক বাজারে মন্দা অব্যাহত, ভারত তার মধ্যেই এগোচ্ছে, আমরা আর্থিক সঙ্কটের মধ্যেও চ্যালেঞ্জ নিয়েছি:’ জেটলি
# সংসদে বিজেপি সরকারের এটি তৃতীয় বাজেট পেশ
# সংসদে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি, হট্টগোলের মধ্যেই বাজেট পেশ জেটলির
# শুরু হল বাজেট অধিবেশন