নাভি মুম্বইয়ের নেরুল এলাকার বাসিন্দা ৩৪ বছর বয়সী অভিযুক্ত। সম্পর্কে নাবালিকা কিশোরীর মামা। পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ৪ মাস আগে ২০২৩ সালের ৪ অক্টোবর নিজের বাড়িতে ধর্ষণ করে ভাগ্নীকে।
আরও পড়ুন: প্রায় ১২ বছর ধরে বন্ধ ঘরে বন্দি স্ত্রী! মূত্রত্যাগের জন্য…স্বামীর কাণ্ডে শিউরে উঠছে দেশ
advertisement
কিছুদিন পরে নাবালিকা তরুণী শারীরিক সমস্যার কথা জানালে চিকিত্সকের কাছে নিয়ে যাওয়া হয়। কিশোরীকে মুম্বাইয়ের কাছে গোভান্ডি এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যেখানে জানা যায় যে সে গর্ভবতী।
সূত্রের খবর, হাসপাতাল কর্তৃপক্ষ পুরো বিষয়টি পুলিশকে জানায়। এরপর অভিযুক্তকে রবিবার গ্রেফতার করে পুলিশ। তিনি বলেছেন যে, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারা এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।