সোশ্যাল মিডিয়া (Social Media) ইনফ্লুয়েন্সার ড্যানিয়েল বার্নস্টেইন (Danielle Bernstein) তাঁর নতুন পোস্টের কারণে বিতর্কে পড়েছেন। ড্যানিয়েল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia Ukraine War) নামে ইনস্টাগ্রামে তাঁর নতুন বিকিনি কালেকশন বিক্রি করার জন্য প্রচার চালিয়েছেন এবং সাধারণ মানুষকে তা কেনার জন্য আবেদন জানিয়েছেন।
আরও পড়ুন- কী ভয়ানক! রাশিয়ার মিসাইল আছড়ে পড়ল খারকিভে, ভিডিও দেখলে শিউরে উঠবেন
advertisement
২০২২ সালের দ্বিতীয় মাস বিশ্বকে যুদ্ধের মুখ দেখাল। রাশিয়া-ইউক্রেন তথা সমগ্র বিশ্বের জনগণ কখনও আশাও করেননি যে যুদ্ধের মতো পরিস্থিতির সম্মুখীন হতে হবে তাঁদের। কিন্তু হঠাৎ করেই রাশিয়া ইউক্রেন আক্রমণ করে, এই মহাযুদ্ধকে তৃতীয় বিশ্বযুদ্ধ হিসেবেও মনে করা হচ্ছে।
বিশ্বে শান্তি বজায় রাখার আশায় সবাই ট্যুইট করছেন বা পোস্ট করছেন তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এদিকে যুদ্ধের জন্য এক মডেল ইনস্টাগ্রামে কী পোস্ট করেছেন তা নিয়ে বিতর্কে মাথা চাড়া দিয়েছে।
ড্যানিয়েল একজন বিখ্যাত মডেল। তাঁর নতুন বিকিনি সংগ্রহের প্রচারে বলা হয়েছে পয়লা মার্চ থেকে তা স্ত্রীকে নিয়ে সংগ্রহ করার জন্য। এই প্রচার তিনি করেছিলেন যুদ্ধের নামেই। এই দেখেই যুদ্ধবিধ্বস্ত মানুষের ক্ষোভ সপ্তমে পৌঁছয়।
ইনস্টাগ্রামে ড্যানিয়েলের এই পোস্টের পর সাধারণ মানুষ তাঁকে নির্বোধ বলে মন্তব্য করেছেন। এমন সময়ে বিকিনি কেনার আবেদন দেখে অনেকেই সমালোচনা করেছেন ড্যানিয়েলের।
ইনস্টাগ্রামে মডেলের পোস্টের পরে, লোকেরা সমালোচনার ঝড় বইয়ে দিয়েছেন। ইনস্টাগ্রামে ড্যানিয়েলের প্রায় ২৮ লাখ ফলোয়ার রয়েছে। যুদ্ধবিরতি এবং শান্তির পাশাপাশি ড্যানিয়েলের অনেক ফলোয়ার সমর্থনও করেছেন তাঁর বিকিনি কেনার প্রয়াস।
আরও পড়ুন- বিকেল পাঁচটায় হঠাৎ এলোপাথাড়ি গুলি! রক্তাক্ত ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো
নতুন এই বিকিনির কালেকশন ১ মার্চ থেকে পাওয়া যাবে বলে জানিয়েছেন ড্যানিয়েল। প্রবল সমালোচনার মুখে পড়ে ড্যানিয়েল জানিয়েছেন বিকিনি থেকে প্রাপ্ত অর্থ ইউক্রেনের মানুষের জন্য পাঠিয়ে দেবেন তিনি অনুদান হিসেবে। সেই সঙ্গে সাধারণ মানুষকেও অনুদান পাঠানোর জন্য আবেদন করেন ড্যানিয়েল।
যতই ড্যানিয়েল সাফাই দিন, তাঁর ইনস্টাগ্রামের স্ক্রিনশট নেটদুনিয়া জুড়ে ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই। যুদ্ধ পরিস্থিতির সুযোগ না নেওয়ার জন্য ড্যানিয়েলের কাছে আবেদন জানিয়েছেন অনেকে।