আরও পড়ুন-স্বামী পরকীয়ায় আসক্ত, হাতেনাতে ধরতে গোয়েন্দাদেরও হার মানালেন স্ত্রী !
ইউক্রেনে প্রচণ্ড সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন আটকে থাকা ভারতীয়রা ৷ দেশের সরকার যে ভাবেই হোক, এক এক করে প্রত্যেক ভারতীয়দের দেশে ফেরানোর ব্যবস্থা করছে ৷ যারা এখনও আটকে রয়েছেন, বলা বাহুল্য তাদের অবস্থা অত্যন্ত খারাপ ৷ নিরাপদ আশ্রয়ের খোঁজে এখন প্রত্যেকেই ৷ খাবার, জল নেই- প্রচুর সমস্যায় পড়েছেন ইউক্রেনে আটকে থাকা এখন প্রত্যেক মানুষই ৷ এই পরিস্থিতির সুযোগ নিতে এখন নেমে পড়েছে অনলাইন জালিয়াতরাও ৷ মেয়েকে ইউক্রেন থেকে ফিরিয়ে আনানোর নামে মধ্যপ্রদেশের ভোপালের এক মহিলা সম্প্রতি অনলাইন প্রতারণার শিকার হয়েছেন ৷ তাঁর থেকে ৩৭ হাজার টাকা হাতিয়ে নিয়েছে জালিয়াতরা ৷
advertisement
আরও পড়ুন-অ্যাডাল্ট সাইটে স্কুলের বন্ধুকে দেখে বিপাকে পড়লেন পর্ন তারকা, তার পর?
প্রধানমন্ত্রীর অফিস থেকে এই বার্তা পাঠানো হচ্ছে এবং নিজেকে পিএমও-তে কর্মরত বলে পরিচয় দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ওই প্রতারক ৷ যে ফাঁদে পা দিয়ে প্রতারিত হতে হল মহিলাকে ৷ প্রথমে তাঁর কাছ থেকে ৪২ হাজার টাকা চাওয়া হয় ৷ বলা হয় মেয়েকে নিরাপদেই ফিরিয়ে আনা হবে ৷ কিন্তু এরপর আর তাকে ফোনে পান নি ওই মহিলা ৷ পরে অবশ্য ৫ হাজার টাকা ফেরত দেওয়া হয়, কিছু ভুয়ো রশিদও পাঠানো হয় ৷ কিন্তু ব্যস ওই পর্যন্তই ৷ ৩৭ হাজার টাকা খোয়া যায় ওই মহিলার ৷
