TRENDING:

ইম্ফল বিমানবন্দরের আকাশে ইউএফও? পিছু নিল জোড়া রাফাল, জোর চাঞ্চল্য

Last Updated:

ওই রাফাল বিমানটিতে ইউএফও-কে চিহ্নিত করার জন্য সেন্সর সহ অত্যাধুনিক সরঞ্জামও তৈরি রাখা হয়েছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মণিপুর: ইম্ফল বিমানবন্দরের কাছে কি সত্যিই আকাশে কোনও ইউএফও দেখা গিয়েছে? তা খুঁজতে এবার জোড়া রাফালকে কাজে লাগালো ভারতীয় বায়ুসেনা৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

গতকাল দুপুর আড়াইটে নাগাদ ইম্ফল বিমানবন্দরের আকাশে একটি ইউএফও দেখা যায়৷ যে কারণে বেশ কয়েকটি বাণিজ্যিক বিমানের ওঠানামা ব্যাহত হয়৷

প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ইম্ফল বিমানবন্দরের আকাশে ওই ইউএফও দেখার খবর পাওয়া মাত্রই নিকটবর্তী বায়ুসেনা ছাউনি থেকে একটি রাফালকে আকাশে ওড়ানো হয় ওই ইউএফও-কে খুঁজে বের করার উদ্দেশ্যে৷

advertisement

আরও পড়ুন: রেশন দুর্নীতিতে ইডির তোলপাড় দাবি! ‘বাকিবুর ইন্ডাস্ট্রির’ কোটি কোটি টাকা লেনদেনের প্রমাণ ফাঁস?

পরে অবশ্য জানানো হয়, ওই রাফাল বিমানটিতে ইউএফও-কে চিহ্নিত করার জন্য সেন্সর সহ অত্যাধুনিক সরঞ্জামও তৈরি রাখা হয়েছিল৷ যে এলাকায় ইউএফও-টি দেখা যায়, তার আশেপাশে অত্যন্ত কম উচ্চতায় রাফালটি জেট বিমানটিকে ওড়ানো হয়৷ তাতেও অবশ্য ইউএফও-র খোঁজ মেলেনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

প্রথম রাফালটি ফিরে আসার পর আরও একটি রাফাল জেটকে ফের ইউএফও-র খোঁজে পাঠানো হয়৷ তাতেও অবশ্য কাজের কাজ হয়নি৷ তবে এতেই হাল না ছেড়ে ইউএফও-টিকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট এজেন্সিগুলি৷ শুধু তাই নয়, ইম্ফল বিমানবন্দরে বিমান ওঠানামায় সবুজ সঙ্কেত মেলার পর শিলংয়ে অবস্থিত বায়ুসেনার ইস্টার্ন কম্যান্ডের সদর দফতর থেকেও ইউএফও-কে খুজে বের করতে এয়ার ডিফেন্স রেসপন্স মেকানিজমকে সক্রিয় রাখা হয়েছে৷ যদিও এ বিষয়ে বিশদে কিছু জানায়নি বায়ুসেনা৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ইম্ফল বিমানবন্দরের আকাশে ইউএফও? পিছু নিল জোড়া রাফাল, জোর চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল